কক্সবাজারকে ঈভটিজিং মুক্ত চান জেলা জজ

351চীফ রিপোর্টার, সিটিএন:
কক্সবাজার জেলাকে ঈভটিজিং মুক্ত চেয়েছেন জেলা জজ সাদিকুল ইসলাম তালুকদার। এই জন্য কার্যকর ব্যবস্থা নিতে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন। শনিবার জেলা জজ আদালতে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী সম্মেলনে তিনি এই নির্দেশ দেন।
ঈভটিজিংকে ভয়াবহ সামাজিক ব্যাধি উল্লেখ করে জেলা জজ সাদিকুল ইসলাম তালুকদার বলেন, ‘ মিথ্যা হচ্ছে সকল অপকর্মের মূল। তেমনি ঈভটিজিং হচ্ছে মেয়েদের উন্নতির ক্ষেত্রে প্রধান অন্তরায়। মেয়েদের বাল্যবিবাহ, আত্মহত্যা প্রবণতা, শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়ার কারণ হচ্ছে ইভটিজিং।’
ঈভটিজিং প্রতিরোধের নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘প্রয়োজনে প্রত্যেক বিদ্যালয়কে পুলিশের নজরদারির আওতায় নিয়ে আসতে হবে। সপ্তাহে অন্তত তিন পুলিশ একটি বিদ্যালয় নজরদারি করবে। যতদিন না ওই বিদ্যালয়ের আশাপাশ থেকে ঈভটিজিরার উৎখাত না হয় ততদিন নজরদারী রাখতে হবে। একই সাথে ইভটিজিং প্রতিরোধ প্রয়োজনীয় সচেতনতামূলক কর্মসূচী বাস্তবায়ন করতে হবে। মূল কথা হচ্ছে আমি ঈভটিজিং মুক্ত কক্সবাজার চা-ই চাই।’
সম্মেলনে উপস্থিত সকল থানার ওসিদের সময় বেঁধে দিয়ে জেলা জজ বলেন, ‘যে কোন মূল্যে আমি কক্সবাজারকে ঈভটিজিং মুক্ত চাই। আগামী কোরবানির ঈদের আগেই সব থানা থেকে ঈভটিজিং প্রতিরোধ বিষয়ক সুসংবাদ কামনা করছি।’
সম্মেলন উপস্থিত পুলিশের ওসিরাও জেলা জজকে আশার কথা শুনিয়েছেন। তারা ঈভটিজিং প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা নেয়ার কথা দিয়েছেন।


শেয়ার করুন