ওয়ালটন ৩য় বীচ ফুটবল টূর্নামেন্টে শতদল ক্লাব চ্যাম্পিয়ন

07প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজর সমুদ্র সৈকতে লাবনী পয়েন্টের বালিয়াড়ীতে অনুষ্ঠিত ওয়ালটন বীচ ফুটবল টূর্নামেণ্টে কাঙ্খিত ফাইনালে জয় কুড়িয়ে ১ম বারের মত শিরোপা ঘরে তুলেছে শতদল ক্লাব, রামু। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ৩য় ওয়ালটন বীচ ফুটবল টূর্নামেন্টে গতকাল সকাল ১১টায় অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে হট ফেভারিট আবাহনী ক্রীড়া চক্রকে ৭-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শতদল ক্লাব। খেলায় দু সেয়ানের গাজুরি ফুটবলে প্রথমার্ধে দু’দলই মধ্যমাঠের নিয়ন্ত্রণ নিতে সাবধানী ফুটবল খেলে। শতদলের অভিজ্ঞ ধীমান, আবু হানিফ, ছোটন রাখাইন, রুবেল, আরিফের সাথে আবাহনীর রিদুয়ান, শাহাজাহান, আশিক, প্রভাষদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠে। খেলায় উভয় দলের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে। পরে শতদল ক্লাব ৭-২ গোলের বিশাল ব্যবধানে আবাহনীকে পরাজিত করে। শতদলের পক্ষে আরিফ-২টি, ছোটন রাখাইন-২টি, হানিফ, রাহুল, ধীমান প্রত্যেকে-১টি করে গোল করে। আবাহনীর হয়ে ব্যবধান কমানো গোল দুটি করে রিদুয়ান ও শাহাজাহান। ফাইনাল খেলা শেষে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ট্রফি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্র“পের সিনিয়র এ্যাডিশনাল ডিরেক্ট এফ.এম. ইকবাল বিন আনোয়ার ডন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু ও ডিএফএ সহ-সভাপতি শাহাজাহান আনসারী। এক পর্যায়ে অতিথিগণ চ্যাম্পিয়ন ও রানার্স আপদের হাতে ট্রফি ও পাইজমানি তুলেদেন। সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন শতদলে ছোটন রাখাইন ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন আবাহনীর রিদুয়ান। জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক আবছার উদ্দিন, নির্বাহী সদস্য ও ফুটবল সম্পাদক রাশেদ হোছাইন নান্নু, ডিএসএ নির্বাহী সদস্য যথাক্রমে শাহিনুল হক মার্শাল, আলীরেজা তসলীম, খালেদ আজম বিপ্লব, সুবীর বুড়য়া বুলু, ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভুইয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদ সদস্য জ্যোতিন্ময় বড়–য়া মঙ্গল ও ফরহাদুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।


শেয়ার করুন