ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াবে দল: তামিম

1309447939_tamim-1_73617সিটিএন ডেস্ক
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। হতে হয়েছে হোয়াইট ওয়াশ।১০ জুলই শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তারই প্রস্তুতিতে ব্যস্ত এখন টাইগাররা।টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়া বোলারদের একেবারেই খেলতে পারেনি টাইগাররা। প্রশ্ন ওঠেছে দক্ষিণ আফ্রিকার  বৈচিত্রপূর্ণ বোলিংয়ের বিপক্ষে বাংলাদেশের সামার্থ নিয়ে।কিন্তু এমন প্রশ্ন উড়িয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন ওপেনার তামিম ইকবাল।

আজ( বুধবার) অনুশীলন শুরুর আগে প্রেস ব্রেফিংয়ে তামিম বলেন,‘ আমরা পাকিস্তান ভারতের বিপক্ষে যেমন খেলে সিরিজ জিতেছি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আমাদের সেই সাহস এবং প্রেরণা নিয়ে খেলতে হবে। টি-টোয়েন্টি সিরিজে ভালো করলে আমাদের মনোবল আরো উঁচুতে খাকত- এটা ঠিক আছে। কিন্তু আমি মনে করি এখনও ওদের বিপক্ষে ভালো করার যথেষ্ঠ সম্ভাবনা আছে আমাদের।’

ওয়ানডে সিরিজে নেই ভয়ংঙ্কর এডিবি ভিলিয়ার্স।এটা বাংলাদেশের জন্য পজিটিভ ব্যাপার নিশ্চয়ই। তামিমও মনে করেন তাই। বলেন,‘ সে খুবই বিপজ্জনক ব্যাটসম্যান। তাকে নিয়ে বাড়তি চিন্তা করতে হয়। তবে এই সুযোগে অন্য ব্যাটসম্যানরা ভালো করে ফেলেন।’

টি–টোয়েন্টি সিরিজে প্রোটিয়া স্পিনারদের খেলতেই পারেননি বাংলাদেশী ব্যাটসম্যানরা।অন্য দিকে বাংলাদেশী স্পিনারদের খেলতে খুব বেশী অসুবিধে হয়নি প্রোটিয়া ব্যাটসম্যানরাদের। তারপরেও বাংলাদেশী স্পিনারদের এগিয়ে রাখলেন তামিম। বলেন, ‘ আমি তো মনে করি ওদের স্পিনারদের চেয়ে আমাদের স্পিনাররা অনেক এগিয়ে।সাকিবের কথাই ধরুন, তার মতো একজন স্পিনার ওদের দলে আছে?’


শেয়ার করুন