ওবামাকেয়ার শিগগিরই ইতিহাসে চলে যাবে: ট্রাম্প

166321_1বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার বিতর্কিত স্বাস্থ্যনীতি বা ওবামাকেয়ার বাতিলে প্রথম পদক্ষেপ নিয়েছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ।

এরই মধ্যে শুক্রবার পদক্ষেপটি ২২৭-১৯৮ ভোটে পাস হয়েছে।

ওবামা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার এক সপ্তাহ আগে এই পদক্ষেপ নেওয়া হলো।

তবে এর বদলে কী আসবে, তা নিয়ে চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে।

স্পিকার পল রায়ান বলেন, ওবামাকেয়ার থেকে মার্কিনিদের মুক্তি দিতে এটি প্রথম পদক্ষেপ। এটিকে তিনি উদ্ধার অভিযান হিসেবে চিহ্নিত করেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার টুইট বার্তায় বলেন, সাধ্যাতীত এই ওবামাকেয়ার শিগগিরই ইতিহাসে চলে যাবে।

এএফপি ও বিবিসি অবলম্বনে


শেয়ার করুন