ঐতিহ্যবাহী সামরাই খাল দখল করে স্হাপনা নির্মাণ

নিজস্ব প্রতিনিধিঃ
কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এসএম পাড়া রাস্তার পাশদিয়ে বয়ে চলা ঐতিহ্যবাহী সামরাই খাল। মল্লিক পাড়া ব্রীজের পাশে সরকারি ১নং খাস খতিয়ানের আওতাধীন সামরাই খালের প্রায়. ০৪ একর জমিতে স্থানীয় বাসিন্দা সুভাষ মল্লিক, পিতা মৃত হগেন্দ্র মল্লিক কর্তৃক অবৈধভাবে বাউন্ডারী ওয়াল ও স্থাপনা নির্মাণ করেছে।
উল্লেখ্য ঐতিহ্যবাহী সামরাই খালের সীমানা নির্ধারণ, পুনর্খনন, দখল ও দূষণমুক্ত করার দাবীতে বিভিন্ন সামাজিক সংগঠন কর্মসূচী করে আচ্ছে।

কিন্তু এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কার্যকরী পদক্ষেপ নেননি। সচেতন মহল মনে করেন, সামরাই খাল বাঁকখালী নদীর জরায়ু। ঐতিহ্যবাহী এই খাল রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।

বর্তমান সরকার সারাদেশে অবৈধ খাল দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে। এই প্রক্রিয়ার মাধ্যমে সামরাই খালকে পূর্বের রূপে ফিরিয়ে দিতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সামরাই খাল দিয়ে একসময় নৌকায় করে মালামাল আনা-নেওয়া হতো। এখন নৌকাতনা ঠিকমত পানি যেতে পারেনা।


শেয়ার করুন