ঐতিহাসিক নির্বাচনে মিয়ানমারে ভোটগ্রহণ শুরু

_86573732_votersyangon-5130সিটিএন ডেস্ক:

২৫ বছরের মধ্যে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাওয়া মিয়ানমারের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আড়াই দশকের সেনা শাসন অবসানের জন্য এই নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
রবিবার সকাল ছয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলা ভোট গ্রহনে প্রায় ৩ কোটি ভোটার তাদের ভোটাদিকার প্রয়োগ করবে।
এই নির্বাচনে ৯০টি দল অংশ নিলেও প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে সেনা বাহিনীর সমর্থন পুষ্ট ইউনিয়ন সলিডারিটি ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ও ও অং সান ‍সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)’র মধ্যে।
মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন থেকে বিবিসির সংবাদদাতা জোনাথন হেড জানিয়েছেন, ‘ভোর থেকে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে ভোটাররা লাইন দিচ্ছে।’
ভোট দিচ্ছেন একজন ভোটার, ছবি: ফ্রনটায়ার্স
ইয়াঙ্গুন নদীর তীরবর্তী একটি ভোটকেন্দ্রের সামনে থেকে তিনি জানান, আলো ফোটার সঙ্গে সঙ্গে বিভিন্ন বয়সি ভোটারদের ভীড় বাড়ছে।
তিনি দাবি করেন, নির্বাচনে অনিয়মের অভিযোগ থাকলেও কোন ভোট কেন্দ্রে অনিয়মের চিত্র দেখেননি। সোমবার সকালের আগে ভোটের পরিস্কার ফলাফল পাওয়া যাবে না।
এই নির্বাচনে ৯০টি দলের ছয় হাজারেরও বেশি প্রার্থী ৬৬৪টি সংসদীয় আসনের জন্য প্রতিদ্বদন্দিতা করছেন। যদিও এর ২৫ শতাংশ আসন অনির্বাচিত সামরিক প্রতিনিধিদের জন্য সংরক্ষিত রয়েছে।
তার দল নির্বাচিত হলে তিনিই দেশ চালাবেন বলে বৃস্পতিবার জানিয়ে দিয়েছেন নোবেল জয়ী এনএলডি নেতা অং সান সুচি। আর শুক্রবার ভোটের ফলাফলকে সম্মান জানাতে কর্তৃপক্ষের প্রতি আহ্বন জানিয়েছেন প্রেসিডেন্ট থান সেইন।
জয়ী হতে হলে সু চি ‘র এনএলডিকে প্রতিদ্বন্দিতা হওয়া সিটের মধ্যে ৬৭ শতাংশ পেতে হবে।
নির্বাচনকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ৪০ হাজারেরও বেশি পুলিশ নির্বাচনী দায়িত্ব পালন করছেন।


শেয়ার করুন