এ যুগের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

113787_1সিটিএন ডেস্ক

শিশুকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ল্যাম্পপোস্টের আলোয় পড়াশুনা করতেন বলে কথিত আছে। এ রকমই একটি শিশু পাওয়া গেছে ফিলিপাইনে।

রাজধানী ম্যানিলায় অবস্থিত অভিজাত ম্যাকডোনাল্ড রেস্তোরাঁর বাতির আলোতে পড়াশুনা করেন একটি গৃহহীন শিশু। তার নাম ড্যানিয়েল ক্যাবরেরা।

বিরল এ দৃশ ক্যামেরাবন্দী করেন দেশটির একজন মেডিকেল শিক্ষার্থী, জয়সে টোরেফ্রাঙ্কা। তিনি ছবিটি ফেসবুকে আপলোড করে দিলে এটি যেন দাবানলের মত ছড়িয়ে পড়ে।

ছবিটি দেখে অনেকেই মন্তব্য করেন যে শিশুটিকে দেখে তারা অনুপ্রাণিত হয়েছেন।

একজন ফেসবুকে লিখেছেন, ‘আপনার বেশি কিছুর দরকার নেই। আপনি যেটা অর্জন করতে চান তার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ও মনযোগী হওয়াটাই বেশি দরকার।’

অগ্নিকাণ্ডে ড্যানিয়েলের বাড়ি পুড়ে যায় এবং তার বাবাও মারা যায়। এরপর এই এলাকায় মায়ের সাথে তাকে ভিক্ষা করতেও দেখা যায়। কিন্তু লেখাপড়া চালিয়ে যাওয়ার ব্যাপারে সে দৃঢ়প্রতিজ্ঞ।

ড্যানিয়েলের শিক্ষক রোসালিনা দেতুয়া  তাকে ‘সুখী শিশু’ বলে মন্তব্য করেন।

‘সে মেধাবী এবং শ্রেণিকক্ষের আলোচনায় সঠিক জবাটাই দেয়,’ বলছিলেন রোসালিনা।


শেয়ার করুন