এসপি বাবুল আক্তারকে নিয়ে ধূম্রজাল

babul-1_117907সিটিএন ডেস্ক:
স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তিনি এখন কোথায় আছেন তার সঠিক অবস্থান বলছেন না কেউ। এছাড়া তিনি গ্রেপ্তার হয়েছেন নাকি জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে নিয়ে গেছে সে ব্যাপারে স্পষ্ট করে কোনো কথা বলছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে আজ শনিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বলেছেন, বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তিনি গ্রেপ্তার হয়েছেন কি না সে বিষয়ে মন্ত্রী কিছুই বলেননি।

শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে রামপুরার বনশ্রীর শ্বশুরের বাসা থেকে বাবুল আক্তারকে নিয়ে যায় পুলিশ। বাবুল আক্তারের শ্বশুর পুলিশের অবসরপ্রাপ্ত পরিদর্শক মো. মোশাররফ হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম ও মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ আনোয়ার হোসেন আমার বাসায় এসে আইজিপি স্যার ডেকেছেন এমন কথা বলে বাবুল আক্তারকে নিয়ে যান।’ তিনি আরও বলেন, এর আগেও দুইবার পুলিশ বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। তবে তখন সে তার ফোন রিসিভ করে কথা বলত। কিন্তু গতকাল রাত থেকে বাবুল আক্তারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। একাধিক বার ফোন করলেও কেউ রিসিভ করছেন না।’ বাবাকে না দেখে বাবুল আক্তারের দুই সন্তানই কান্নাকাটি করছে বলে জানান মোশাররফ হোসেন।

এসপি বাবুল আক্তারের অবস্থান জানার জন্য খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলামের ও মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তারা কেউই ফোন রিসিভ করেননি।

বাবুল আক্তারের অবস্থান জানতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল হোছাইনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘ওনার অবস্থান সম্পর্কে আমি কিছুই জানি না।’

পুলিশের এসপি বাবুল আক্তার এখন কোথায় আছেন এবং তিনি গ্রেপ্তার হয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী ঢাকাটাইমসকে বলেন, ‘বাবুল আক্তার কোথায় আছে আমি সঠিক জানি না। তবে খোঁজ খবর নিয়ে আপনাকে জানানোর চেষ্টা করছি।’

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন ঢাকাটাইমসকে বলেন, ‘বাবুল আক্তারের ব্যাপারে ভাল বলতে পারবে চট্টগ্রামের পুলিশ। আমরা তেমন কিছুই জানি না।’

পরে চট্টগ্রাম মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনারের (অপরাধ) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকাটাইমসকে বলেন, ‘এসপি বাবুল আক্তারের অবস্থান সম্পর্কে আমরা কিছু জানি না। তাকে এখানে আনা হয়নি। আর আমরা কাউকে আনতেও বলিনি।’

গত ৫ জুন চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু খুন হন। এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। এরপর পুলিশের আইজিপি সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সাত দিনের জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করেন।


শেয়ার করুন