এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মহালছড়ি জোন অধিনায়কের বরণ 

Mahalchari Model Pilot High School news

মহালছড়ি (খাগছড়ি) প্রতিনিধিঃ

খাগড়াছড়ি’র মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মহালছড়ি জোন অধিনায়কের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি রবিবার সকাল ১১ টায় মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ্ও মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন কুমার শীল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের নবাগত অধিনায়ক লে: কর্ণেল হুমায়ূন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেখ ফরিদ আহামেদ। এতে আরো অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহালছড়ি থানা অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী, সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন, মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, ইউপি সদস্য সুকুমার চাকমা।

মহালছড়ি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০১৫ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ্ও নবাগত জোন অধিনায়ক লে: কর্ণেল হুমায়ূন কবিরকে বরণ অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন,পন্ডিতেরা বলে গেছেন- আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। সারা বিশে^ যে জাতি বেশী শিক্ষিত সে জাতি বেশী উন্নত। এ উক্তিকে স্মরণ রেখে সকল শিক্ষাথীকে সুশিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠার স্বপ্ন দেখার আহবান জানান।

বক্তারা আরো বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যাচ্ছেন। আমাদের সমাজে অতীতের কুসংষ্কারের কথা উল্লেখ করে বক্তারা বলেন, অতীতকে বাদ দিয়ে বর্তমান নারী শিক্ষায় প্রাধান্য দিয়ে এ সরকার সকল ক্ষেত্রে প্রত্যেকটি দপ্তরে নারীদের অগ্রাধিকার দিয়ে যাচ্ছেন। নারীর্ওা এখন পিছিয়ে নেই, ছেলেদের পাশাপাশি নারীর্ওা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ দেশে শিক্ষিত নারীদের ভুমিকা অপরীসীম। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন