এশিয়া ও টি২০ বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা

2016_01_21_20_38_35_eB9c59DXce0J8oHHBTE6VZHG62b0z9_originalসিটিএন ডেস্ক:

আগামী এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ডাক পাওয়া ক্রিকেটারদের আগামী ২৩ জানুয়ারী খুলনা ও সাত ফেব্রুয়ারী চট্টগ্রামে রিপোর্ট করতে বলা হয়েছে।

প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন ব্যাটসম্যান আরিফুল হক। এছাড়া জিম্বাবুয়ে সিরিজে বাদ পড়া লিটন কুমার দাস, নাসির হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান রাজু, কামরুল ইসলাম রাব্বী সুযোগ পেয়েছেন। তবে দলে নেই পেসার রুবেল হোসেন।

আগামী মাসের ২৪ তারিখ থেকে বাংলাদেশে শুরু হবে প্রথমবারের মতো টি২০ ঘরানোর এশিয়া কাপ। চলবে ৬ মার্চ পর্যন্ত। অন্যদিকে মার্চে ভারতে বসবে টি২০ বিশ্বকাপের আসর।

২৫ সদস্যের প্রাথমিক দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহীম, মো: মিথুন, কাজী নুরুল হাসান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, শুভাগত হোম চৌধুরী, আরিফুল হক, আরাফাত সানি, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মো: শহীদ, আবুল হোসেন রাজু, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি ও মুক্তার আলী।


শেয়ার করুন