এমপি বদির অবৈধ সম্পদের মামলায় দুইজনের সাক্ষ্যগ্রহণ

bodi-03-newsnextbd_100863সিটিএন ডেস্ক:
সরকার দলীয় এমপি আবদুর রহমান বদির অবৈধ সম্পদ অর্জনের মামলায় নুরুল হোসেন এবং পরিতোষ কুমার ধর নামে আরও দুইজনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত।

এদের মধ্যে নুরুল হোসেন কক্সবাজার জেলার টেকনাফের এবি ব্যাংকের ম্যানেজার এবং পরিতোষ ধর কক্সবাজার জেলার ঝিলংজা শাখার মার্কেন্টাইল ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার। এদের মধ্যে প্রথমজনের সাক্ষ্য গ্রহণ শেষ হলেও দ্বিতীয়জনের আংশিক সাক্ষ্যগ্রহণ হয়।

বুধবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার আগামী ১০ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এনিয়ে মামলাটিতে তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়ে চারজনের সাক্ষ্যগ্রহণ শুরু হলো।

শুনানিকালে আসামি বদি আদালতে উপস্থিত ছিলেন। মামলাটিতে গত ৯ সেপ্টেম্বর বদির বিরুদ্ধে চার্জগঠন করে আদালত।

২০১৪ সালের ২১ আগস্ট এমপি বদির বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুস সোবহান এই মামলা দায়ের করেন।

গত বছরের ৭ মে দুদকের উপ-পরিচালক মঞ্জিল মোর্শেদ আদালতে চার্জশিট দাখিল করেন। মামলাটিতে তিনি গত বছর ১২ অক্টোবর ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। পরবর্তী সময়ে তিনি হাইকোর্ট থেকে জামিন পান।


শেয়ার করুন