এনার্জি ড্রিঙ্কসে যৌন উত্তেজক ভায়াগ্রা !

ed2

আমাদের সময়.কম:
বফ২আসাদুজ্জামান স¤্রাট : শক্তি সঞ্চয়ের নামে এনার্জি ড্রিংকসে যৌন উত্তেজক ভায়াগ্রা মেশানো হলেও তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পারছে না বিএসটিআই। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সংসদকে জানিয়েছেন এ তথ্য।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পবে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানান, বাজারে প্রচলিত এনার্জি ড্রিংকসের কোন বাংলাদেশ মান (বিডিএস) নেই। বিএসটিআই থেকে পণ্যের অনুকূলে গুনগত মান সনদ গ্রহণের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ১৫৫টি বাধ্যতামূলক পণ্যের আওতায় এনার্জি ড্রিংকস পড়ে না। এনার্জি ড্রিংকস পণ্যটি সফট ড্রিংকস পণ্যের শ্রেণীভুক্ত নয়।
শিল্পমন্ত্রী আরও জানান, পণ্যটিতে উচ্চমাত্রার ক্যাফেইন, অপিয়ম ইত্যাদি বিভিন্ন কোমিক্যালস থাকে মর্মে বিভিন্ন সময়ে অভিযোগের প্রেক্ষিতে বিএসটিআই থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। মূল প্রশ্নে এম আব্দুল লতিফ অভিযোগ করেন, বাজারে প্রচলিত এনার্জি ড্রিংকসের মধ্যে ২৪টিতে মাদকের উপাদান রয়েছে এবং বিএসটিআই’র ভুয়া লাইসেন্সে বিক্রি হচ্ছে ২৭টি ব্রান্ড।


শেয়ার করুন