এনজিওতে গৃহবধুদের চাকরী,ভাঙছে সংসার

সিটিএন ডেস্ক:
উখিয়া টেকনাফে রোহিঙ্গা কারণে জনজীবনে বহুমুখি বিরুপ প্রভাবের সাথে স্থানীয় গৃহবধুরা মোটা অংকের বেতনে বিভিন্ন এনজিওতে চাকরী পাওয়ায় বেপরোয়া হয়ে পড়ছে দিন দিন।

ইচ্ছে মতো চলাফেরা,অবৈধ পথে চলে যাওয়া,স্বামী, সংসার,ছেলে মেয়েদের প্রতি অবঞা অবহেলার ফলে সংসার জীবনে অশান্তিসহ বহু সুখের সংসার ভেঙগে যাচ্ছে ফলে উখিয়া টেকনাফে বিবাহ বিচ্ছেদ ঘঠছে অহরহ।

উখিয়ায় কর্মরত,বিভিন্ন এনজিওতে চাকরীরত তরুণীদের বিভিন্ন প্রলোভনে ফেলে চরিত্র নষ্টের পাশাপাশি বিবাহিত মহিলাদেরও সংসার বিমুখ করে চরিত্র হননের কথা লোকমুখে শোনা যায়।নির্ভরযোগ্য সচেতন অনেক ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায়,অনেক স্ত্রীরা এনজিওতে চাকরীর ফলে স্বামীকে তোয়াক্কা করেনা এবং চাকরী সময় শেষ হলেও বাড়ী ফিরেনা তাতে স্বামী কোন প্রশ্ন করলে ঔসব স্ত্রীরা তৈলে বেগুনে জ্বলে উঠে।

শুধু তাই নয় স্বামীর সংসার ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়।নিরবে স্ত্রীর নির্যাতন সহ্য করে যাওয়া বহু স্বামীর দু:খের অভিব্যক্তি তুলে ধরলাম মাত্র।এদিকে রোহিংগা ক্যাম্পে চাকরীরত তরুণীদের নিয়মিত ইজ্জত হরণের ঘটনায় ইতিমধ্যে প্রতিবাদ,প্রতিরোধ শুরু করেছে নি: স্বার্থ সাংবাদিক নুর মোহাম্মদ সিকদাররা।

উখিয়া টেকনাফ বাচাঁও অন্দোলন প্রতিবাদ সভা, মানববন্ধনসহ বহু কর্মসুচি পালন করে যাচ্ছে যার সাথে উখিয়ার বিভিন্ন রাজনৈতিকও সামাজিক নেতারা একাত্বতা পোষন করে সহযোগীতা করছেন।তবু কমছে না রোহিঙ্গা ক্যাম্পে চাকরীরত তরুণী, মহিলাদের প্রতি যৌন হয়রানী।এ ব্যাপারে প্রশাসনের কঠোর নজরদারীসহ সরকারের দৃঢ় প্রদক্ষেপ সময়ের দাবী। নয়তো উখিয়া টেকনাফের তরুণী,মহিলাদের করুণ পরিনতি হবে।


শেয়ার করুন