এখনতো সময়

1555472_604950049656504_6465078373540033228_n copy

পরওয়ার হাবিব মোস্তফা বকুল

আমরা সবাই মিলে কি পারিনা সমাজের অবক্ষয় কে রুখে স্বপ্নের মডেল ইউনিয়ন কালারমারছড়ার জন্য কিছু করে দেখাতে….?

★কথায় চিড়ে ভেজানোর দিন শেষ এখন, সময় নতুন ও সৃষ্টশীল কিছু করে দেখানোর, সকল হিংসা, বিদ্ধেষ ভেদাভেদ ভূলে, দলমত নির্বিশেষে সকল শ্রেনীর মানুষ একে অপরের পাশে দাঁড়িয়ে সমাজের উন্নয়নের অগ্রগামী হয়ে সুন্দর একটি কালারমারছড়া মডেল ইউনিয়ন গড়ে তুলতে।

★★ আগামি ২২শে মার্চ ২০১৬ ইউপি নির্বাচন, অবেহেলিত কালারমারছড়া ইউনিয়নের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ন অর্থ বহন করে…….!
প্রিয়, এলাকাবাসি
একবার ভেবে দেখবেন কি…?? বাংলাদেশ আওয়ামী লীগ এর সভানেত্রী, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় মনোনীত প্রার্থী Tareq Sharif কে নৌকা প্রতীকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে আপনাদের খুশি হওয়ার মত লাভ টা কি………(!!!!!)

(১)-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক কালারমারছড়া স্বাস্থ্য কেন্দ্র ১৫০ শয্যা বিশিষ্ট আধুনিক পূর্নাঙ্গ হাসপাতাল। যা গড়ে উঠলে চিকিৎসা ও অর্থনৈতিক বিপ্লব ঘটানো সম্ভব।

(২)-কালারমারছড়া স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন, যাহা অপরাধ প্রবনতা কমিয়ে আনবে (০)শুন্য কোটায়।

(৩)- স্থায়ী ইউনিয়ন পরিষদ ভবন নির্মান হবে আপনাদের এলাকায়, যাতে নাগারিকরা দ্রোত সেবা পাই, এবং এর সাথে সংযুক্ত থাকবে গ্রামিন আদালত, ন্যায় বিচার সেবা পাওয়ার জন্য।

(৪)- সরকার কতৃক ঘোষিত একটি মিনি স্টেডিয়াম নির্মান করা হবে, সেই স্টেডিয়াম থেকে গড়ে উঠবে নতুন নতুন মাশরাফি, আরমান, রোজিনা দের মত জাতীয় দলের হয়ে বিশ্বমানের খেলোয়াট।

(৫)- সুন্দর মনোরম কলেজ স্থাপনের পরিকল্পনা, সবার সহযোগিতায় সুন্দর ক্যাম্পাসে কলেজ স্থাপিত হলে, পড়ার সুযোগ পাবে দরিদ্র পিতামাতার মেধাবী ছাত্র/ছাত্রীরা।

(৬)- দরিদ্র, বয়স্করা সঠিক ভাবে নিয়মত ভাতা পাবে, রাস্তা, মসজিদ, মাদ্রাসা, স্কুলের কাজ দ্রোত উন্নয়ন হবে।

★ ভৌগলিক অবস্থান ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থা সহ বড়বড় রাঘব বোয়াল মার্কা নেতাদের আমেরিকার প্ররাষ্টনীতির মত কূটনৈতিক চক্রান্তকারীদের কারনে শান্ত জনপদে গড়ে উঠেনি কোন শিল্প কারখানা, অথচ বানিজ্যিক ভাবে কালারমারছড়া ইউনিয়ন অন্যতম স্থান ছিল। (ইতিহাস, ঐতিহ্য স্বাক্ষি) তাহা বলে।

★★আপনি জানেন কি ‪#‎তারেক_শরিফ‬ কোন পরিবারের সন্তান….??
৭১ এর মুক্তিযোদ্ধে কক্সবাজার জেলার প্রথম শহীদ ‪#‎মুক্তিযোদ্ধা_কমন্ডার‬ মোহাম্মদ শরিফ চেয়ারম্যানের নাতী, সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে নিহত ওসমান চেয়ারম্যানের ২য় পুত্র। বর্তমান মহেশখালী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিমের ভাতিজা।
যিনি গত উপজেলা নির্বাচনে আঃলীগের বিদ্রহী প্রার্থী হয়ে, আঃলীগ প্রার্থীর জামানত বয়োজাপ্ত করে ছিলেন।

সরল ও সাদা মনের মানুষ বলে মহেশখালী বাসি তাকে বিপুল ভোটে বিজয়ী করেন।
আজ তরুন প্রজন্ম ইতিহাস পড়েনা, তাই তারা আজ অনেক পিছিয়ে। সরকারী ওয়েব সাইট থেকে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস পড়ার জন্য তরুন প্রজন্মকে আহবান জানাই।

★আপনারা আরো জেনে খুশি হবেন যে, মহেশখালী উপজেলায় র্নিভেজাল আওয়ামী পরিবার, এই পরিবারে কেউ বিএনপি, জামায়ত, জাতীয় পার্টির রাজনীতি করেনা।

★পরিশেষে,
আমাদের রাজনীতিবিদ, সুশিল সমাজ ও সমাজপতি তথা শিক্ষিত ব্যাক্তি, ছাত্র/ছাত্রী ভাই বোনদের কাছে আকুল আবেদন, কালারমারছড়া একটি সম্ভাবনাময় ইউনিয়ন, আপনারা জেগে উঠুন।
শুধু ক্ষমতার জন্য নয়, এই স্বপ্নিক কালারমারছড়া ইউনিয়নের উন্নয়ন নিয়ে ভাবুন। এখন সত্যিয় সময় এসেছে দেখানোর।
‪#‎জাগো‬ কালারমারছড়া ইউনিয়ন বাসি…….. কিসের অপেক্ষা তোমাদের…?
জেগে উঠো ভ্রাতৃত্ববোধ, আগামীর সুন্দর ও স্বপ্নিল কালারমারছড়া ইউনিয়ন গড়ার প্রত্যয়ে।
চেতনার মশাল জ্বলছে, জ্বলবে….. জয় আমাদেরই হবেই, যদি সবাই একই পালে থাকি।
‪#‎জয়‬ শেখ হাসিনার।
#জয় হোক তারেক শরীফের।
#জয় হোক নৌকা মার্কার।
#জয় হোক তারুন্যের।

২২শে মার্চ সারাদিন নৌকা মার্কায় ভোটদিন এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখুনা।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবি হোক।

মুক্তচিন্তার লেখকঃ- Parwar Habib Mostafa Bakul
সিনিয়ার যুগ্ন-আহবায়ক, বাংলাদেশ ছাত্রলীগ, মহেশখালী উপজেলা শাখা।
মুটোফোন নাম্বার:- 01722941148


শেয়ার করুন