এখনও শীর্ষস্থানে স্যামসাং

samsungবিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:

স্মার্টফোনের বাজারে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি জানিয়েছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামাসাংয়ের স্মার্টফোন বিক্রির পরিমান অন্যদের তুলনায় বেশি রয়েছে। বাজারে স্যামসাংয়ের প্রতিযোগী হিসেবে রয়েছে অ্যাপল এবং চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো।

আইডিসির গবেষণা মতে, গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এই বছরে স্মার্টফোনের বাজার বেড়েছে শতকরা ১১.৬ ভাগ। গত বছরে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রির পরিমান ছিল ৩৩৭.২ ইউনিট। যেখানে স্যামসাংয়ের দখলে ছিল শতকরা ২১ ভাগ। গত বছরের যেখানে স্যামসাংয়ের দখলে ছিল শতকরা ২৪ ভাগেরও কম।

অন্যদিকে ২০১৪ সালের চতুর্থ প্রান্তিকে অ্যাপলের দখলে ছিল শতকরা ১৪.১ ভাগ। পাশাপাশি বাজারের বড় একটা দখল করে রেখেছে চীনের মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো । স্মার্টফোনের বাজারে অ্যাপলের পরে তৃতীয় অবস্থানে রয়েছে হুয়াওয়ে। তাদের মার্কেট শেয়ার শতকরা ৮.৯ ভাগ।

আইডিসির তথ্য মতে হুয়াওয়ের পরে রয়েছে জিওমি, লেনোভো, মটোরোলা।


শেয়ার করুন