এক লাফেই রবির বিনিয়োগকারীদের আশার আলো

সিটিএন ডেস্কঃ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক টেলিকম কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড দীর্ঘ ৯ কাযদিবস পরে জ্বলে উঠেছে। টানা ৯ কাযদিবস পরে কোম্পানিটির বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটেছে। কোম্পানিটির শেয়ার দরে টানা ৯ দিন পতন হয়েছে। এতে করে কোম্পানিটির শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মাঝে হতাশা কাজ করছিলো। কিন্তু এক লাফেই কোম্পানিটি ১৭ দিনের লোকসান পুঁষিয়ে দিয়েছে। আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ১৭ কাযদিবস আগে রবির শেয়ার দর ছিলো ৪৩ টাকা ১০ পয়সা। আর গত ১৭ দিনে কোম্পানিটির শেয়ার দর কমে ৩৮ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। আজ আবারও একদিনে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৩ টাকা ১০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির বিনিয়োগকারীদের ১৭ দিনের লোকসান এক দিনে পুঁষিয়ে দিয়েছে।

সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৩ টাকা ১০ পয়সায়। সর্বশেষ শেয়ার দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১৪৩.৬৭ পয়েন্টে।

চলতি অর্থবছরের ছয় মাসে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৫ পয়সা। আগের বছল শেয়ার প্রতি আয় ছিলো ১৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৪৫ পয়সায়।


শেয়ার করুন