বান্দরবানের

একমাত্র নারী হেডম্যান শৈএনু কে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

obhijuhg-131015মো.আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের একমাত্র নারী হেডম্যান শৈএনু মার্মাকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২৭৪নম্বর মৌজায় যোগদানের পর মৌজার নাগরিক সেবায় আমূল অবদান রাখলেও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে মৌজাবাসীসহ সচেতন নাগরিক সমাজ।

সূত্র মতে, ২০১৪সনের ২২ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি মৌজার হেডম্যান ক্যঞাই মার্মার মৃত্যু হলে উক্ত পদে নিয়োগ পেতে তিনজন প্রার্থী আবেদন করেন। পরে যাচাই বাছাই শেষে বান্দরবান জেলা প্রশাসক ১৯০০ এর শাসনবিধির ৪৮ মোতাবেক চলতি বছর ২৩ মার্চ প্রয়াত হেডম্যানের ছোট বোন শৈএনু মার্মাকে উক্ত মৌজায় হেডম্যান হিসেবে নিয়োগ প্রদান করেন। মৌজা পরিচালনায় হেডম্যান হিসেবে বান্দরবান জেলায় তিনিই প্রথম নারী হেডম্যান। যোগদানের সাত মাসে সরকারের রাজস্ব খাজনা আদায়, ভূমি ব্যবস্থাপনা, সামাজিক বিচার-আচার, রাজস্ব সভা, মৌজার শান্তি শৃঙ্খলা রক্ষাসহ ভোটার হালনাগাদ কার্যক্রমের মত সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়ন মূলক কার্যক্রমে অবদান রাখেন। কিন্তু সম্প্রতি সময়ে তার পদস্থ হতে জনৈক মায়েচিং মার্মা একশ্রেণীর কুচক্রি মহলের ইন্দনে প্রশাসনসহ বিভিন্ন মহলে মিথ্যা অভিযোগে শৈএনু মার্মাকে হয়রাণি করছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে শৈএনু মার্মা বলেন- মৌজার প্রজাদের সার্বিক সহযোগিতার কারনে একজন নারী হয়েও দূর্গম দোছড়ি ইউনিয়নে হেডম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করতে পারছেন। তবে হেডম্যান হতে মরিয়া জনৈক মায়েচিং মার্মা নানা ভাবে তাকে হয়রাণি করায় সংশ্লিষ্ট মহলের প্রতি সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।


শেয়ার করুন