কক্সবাজারে হেফজ শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় মক্কার শায়খ ওয়ালী উল্লাহ

‘একজন হাফেজ মা-বাবা ওস্তাদ ও দেশের জন্য রহমত’

111

:: আনছার হোসেন ::
হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত জেলা হিফজ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় সৌদিআরবের মক্কাতুল মোকাররমাহ থেকে আসা শায়খ ওয়ালী উল্লাহ নজীর আহমদ আশ-শাওকী বলেছেন, ‘আমলের মধ্যে যদি আল্লাহ ও রাসূল (স.) না থাকে তাহলে আল্লাহর আমানতের খেয়ানত হবে। আল্লাহর জন্য করা কাজের মধ্যে দুনিয়াবি ডুকে গেলে সেই কাজের কোন মূল্য থাকে না।’
তিনি বলেন, ‘আল্লাহর রাসূল (স.) বলে গেছেন, “আহলুল কুরআন যারা তারা আল্লাহর খাস গোষ্টীর অন্তর্ভূক্ত”। একজন কুরআনে হাফেজ হলেন মা-বাবা, ওস্তাদ ও দেশের জন্য রহমত।’
তিনি বুধবার দুপুরে কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ও প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশি বংশোদ্ভুদ এই সৌদি বলেন, ‘কুরআন সহিহ হওয়া, নামাজ সহিহ হওয়া নিয়ে শেষ বিচারে আল্লাহ প্রশ্ন রাখবেন। এসব শুদ্ধ না হলে একজন মুসলমান গুমরাহ হতে পারেন। আর একজন গুমরাহ ব্যক্তি আরেকজনকে গুমরাহীর দিকে নিয়ে যান।’
তিনি মনে করেন, ‘রূহের মধ্যে রোগ থাকলে কুরআন তেলাওয়াত ভালো লাগবে না। তাই সুন্নাতের ‘বারাবন্ধ’ দিতে হবে। ঈমানি ট্যাবলেট খেতে হবে। আর ঈমানি ট্যাবলেট হলো আল্লাহর রাসূলের (স.) সুন্নাতকে অনুসরণ করা।’
এই প্রশিক্ষণে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, ‘আমি এই প্রথম হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের সাথে পরিচিত হলাম। এই সংগঠনটির কার্যক্রমে আমি সর্বাত্মক সহায়তা করে যাবো।’
তিনি মনে করেন, ‘আগামি প্রজন্মকে কুরআনের সঠিক শিক্ষায় শিক্ষিত করা গেলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে এবং দেশপ্রেমে উজ্জীবিত হবে আগামি প্রজন্ম।’
এই প্রশিক্ষণে সভাপতিত্ব করেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি ও বদর মোকাম জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুছ ফরাজী। প্রশিক্ষণে প্রধান আলোচক ছিলেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ রুহুল আমীন। বিশেষ আলোচক ছিলেন ফাজেলে দারুল উলুম দেওবন্দ মাওলানা ক্বারী সাইফুল্লাহ।
অন্তত ১০০ হেফজ শিক্ষকের উপস্থিতিতে করা এই প্রশিক্ষণ কর্মশালায় ‘তাসহিহুল কুরআন ও হিফজ শিক্ষকদের কর্তব্য’, ‘কুরআন তেলাওয়াতের মশকের ছয় উসুল’ ও ‘বিশুদ্ধ তিলাওয়াতের নিয়মনীতি’ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রশিক্ষণে আরও বক্তব্য রাখেন ইসলামি চিন্তাবিদ ও রাজনীতিবিদ হাফেজ মাওলানা নুরুল আলম আল মামুন, কক্সবাজার ইমাম পরিষদের সভাপতি ও কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি সোলাইমান কাসেমী, শিক্ষানুরাগী মোহাম্মদ হাবিব, আব্দুর রহীম চৌধুরী, হাফেজ মাসুম, আবদুল জব্বার মুনসী প্রমূখ। অনুষ্টান পরিচালনা করেন কক্সবাজারের আধুনিক কুরআন শিক্ষা প্রতিষ্টান দারুল আরকম মাদ্রাসা ও হেফজখানার শিক্ষা পরিচালক মাওলানা হাফেজ মাহমুদুল হাসান।


শেয়ার করুন