‘এই মহামারিতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশের এই মহামারিতে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়।’ আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে তার সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় একথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, ‘ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলে ঘরে বসেই করোনার মোকাবেলা করতে হবে।’

এই সংকটে চিকিৎসক, নার্স, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, গণমাধ্যম এবং প্রশাসনসহ যারা মাঠে কাজ করছে তাদের ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ লড়াইয়ে পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে।

ডা. মঈন উদ্দিন মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের বক্তব্য অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করা, যা মোটেই সমুচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


শেয়ার করুন