উশু-মার্শালআর্ট একাডেমির কার্যক্রম পরিদর্শন করলেন খোরশেদ আরা হক এমপি

3ক্রীড়া প্রতিবেদক ৥
কক্সবাজার উশু একাডেমির কার্যক্রম পরিদর্শন ও একাডেমির খেলোয়াড় এবং কর্মকর্তাদের সাথে এক পরিচিতিমুলক সভায় মিলিত হয়েছেন, কক্সবাজার সদর-রামু আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ি কমিটির সদস্য আলহাজ্ব খোরশেদ আরা হক।
তিনি রোববার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে কক্সবাজার উশু একাডেমির কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রায় ১ ঘন্টা বসে খেলা উপভোগ করেন। উশু-মার্শালআর্ট খেলা দেখে তিনি দারুন মুগ্ধ হন। সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এর আগে এমপি খোরশেদ আরা হক উশু মাঠে আসলে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে তিনি খেলোয়াড়দের সাথে পরিচয় হয়ে খেলা উপভোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, যুগ্ন সম্পাদক হারুন অর রশীদ, সদস্য কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, তায়কোয়ানডো কর্মকর্তা মোরশেদুল আজাদ আবু, প্রশিক্ষক নুরুল ইসলাম, কক্সবাজার উশু একাডেমির পরিচালক মো: ছিদ্দিকুল ইসলাম, উশু কর্মকর্তা সাংবাদিক আনোয়ার হাসান চৌধুরী, মানবাধিকার সংগঠক ছৈয়দ আজাদ, উশু একাডেমির সদস্য রফিকুল ইসলাম সোহেল, মো: মীর মোশাররফ হোসেন, মো: গিয়াস উদ্দিন, আবদুল মালেক নাঈম, নুরুল আমিন, মফিজ উল্লাহ, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা দিলীপ চৌধুরী, মোহাম্মদ আরিফ, সুমন, উশু একাডেমির সিনিয়র খেলোয়াড় মোহাম্মদ হোসেন রুবেল, মোহাম্মদ আলমগীর, নেজাম উদ্দিন, আকতার আলম, শামীম, সাজ্জাদ, সাকিব, আরিফ, নোমান, অনিরুদ্ধ বড়–য়া ওশান, ফাতিমা বিনতে ফাতিন, রোকসানা আক্তার রিয়া, বৈশাখি পাল, জয়শ্রি, নাহিদা, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী শাহরিন আফসিন পুস্পিতা, ইশান, মোহাম্মদ আলমগীর হোসাইন, ইয়াসিন আরফাত, মাহির রহমান চৌধুরী, আনজুম রিজভি আলভি, ওমায়ের, চট্রগ্রাম থেকে আসা খেলোয়াড় মো: সোহেল রানা, মো: সাহেদুল ইসলাম ও মোহাম্মদ লিমন প্রমুখ।


শেয়ার করুন