উজানটিয়ায় চলছে এবার বেড়িবাঁধ প্রশস্ত করন কাজ

downloadপেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে এবার চলছে বিধ্বস্থ বেড়িবাঁধের প্রশস্তকরন কাজ। গত ৫দিনের টানা অবিরাম কাজের ফলে বেড়িবাধের ভাঙ্গন অংশ পুন: সংস্কার কাজ হয়েছে। এর সুবাধে আপাতত লোকালয়ে সাগরের লবনাক্ত পানি প্রবেশ বন্ধ করা হয়েছে। গতকাল শনিবার বিধ্বস্থ অংশে সদ্য নির্মিত বেড়িবাঁধের অর্ধ সমাপ্ত কাজের পুন:সমাপ্তির জন্য প্রশস্তকরনের কাজ এগিয়ে চলেছে।
ইউপি চেয়ারম্যান এম.শহিদুল ইসলামের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গত ৫ দিনের টানা বেড়িবাঁধ নিমার্ণের কাজের কারনে বর্তমানে ওই এলাকায় জোয়ার-ভাটা বন্ধ হয়েছে। ফলে উজানটিয়া এখন বন্যা মুক্ত হয়েছে। সরেজমিন গিয়ে দেখা যায়, টেকপাড়ার ৬৪/২বি ফোল্ডারের অংশে প্রায় ২০ চেইন বিধ্বস্থ বেড়িবাঁধ সংস্কার কাজ চলমান থাকায় গতকাল শুক্রবার দুপুরে পুর্ব থেকে পশ্চিম প্রান্তে কাজের সংযোগ হওয়ায় লোকালয়ে পানি প্রবেশ বন্ধ হয়েছে। এখন বেড়িবাঁধের প্রশস্তকরন কাজ চলমান রয়েছে। ইউপি চেয়ারম্যান এম.শহিদুল ইসলাম জানিয়েছেন, মাঝারি পরিসরে এ বেড়িবাঁধটি অধিকতর টেকসই করার কাজ চলছে। তিনি আরো জানিয়েছেন, বেড়িবাঁধ নির্মানের পর পুরো উজানটিয়া ইউনিয়নে অবকাঠামোগত পূণ:গঠন কাজ শুরু করা হবে।

ফাইল ছবি


শেয়ার করুন