উখিয়া সরকারি পেশাজীবিদের মানববন্ধন

SAMSUNG CAMERA PICTURES

পেশাভিত্তিক মন্ত্রণালয় ঘোষণা, ক্যাডারের সর্বোচ্চ পদ সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকল গ্রেডে ক্যাডার, নন-ক্যাডার কর্মকতার পদায়ন, উপজেলা পরিষদের হস্তান্তরিত সকল দপ্তর প্রধানদের বেতন ভাতার বিল সহ সকল অর্থ সংক্রান্ত বিলে ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষর প্রদানের সিদ্ধান্ত বাতিল, আন্তঃক্যাডার বৈষম্য বাতিল করে ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা প্রদান সহ সকল ক্যাডারের পদোন্নতি, উপজেলা, জেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে সকল বিভাগের সর্বোচ্চ ক্যাডারদের পদমর্যাদা এবং ৮ম পে-স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল সহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে উখিয়া পেশাজীবি কর্মকর্তারা  বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে।

প্রকৃচি-বিসিএস (২৬ ক্যাডার) সমন্বয় কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে নন-ক্যাডার ও ফাংসান্যাল মাডিমের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন