উখিয়া সদরে জনস্বাস্থ্যের বেহাল অবস্থা

শফিক আজাদ, উখিয়া প্রতিনিধি ॥ অনিয়মউখিয়ায় জনস্বাস্থ্যের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সদর এলাকায় পথচারী বা বহিরাগতদের জন্য টয়লেট না থাকার কারণে ভাসমান লোকজন যত্রতত্র মলমূত্র ত্যাগ করায় উপস্বাস্থ্য কেন্দ্রটি গণশৌচাগারে পরিণত হয়েছে। এতে এলাকার পরিবেশ বিপন্ন হয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বৃহত্তর জনসাধারণ আক্রান্তের শিকার হলেও দেখার কেউ নেই।

জানা গেছে, উখিয়া সদর এলাকায় সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর বিদ্যমান থাকার সুবাদে এখানে উপজেলার প্রত্যন্ত জনপদের মানুষ প্রতিনিয়ত ভীড় করছে। পাশাপাশি লক্ষাধিক রোহিঙ্গা অধ্যুষিত এ জনপদে ভাসমান লোকজনের কোন কমতি না থাকলেও বিশাল সদর এলাকা জুড়ে একটি মাত্র টয়লেটও নেই। হোটেল-মোটেল না থাকার কারণে প্রকৃতির ডাকে সাড়া দিতে পারছে না অনেকেই। এমতাবস্থায় এসব লোকজন বেছে নিচ্ছে নিকটস্থ ঝোঁপঝাড় ও জঙ্গলাকির্ণ স্থান। উপস্বাস্থ্য কেন্দ্রের চারিপাশে অপরিচ্ছন্ন পরিত্যক্ত জায়গা হওয়ার সুবাদে এখানে প্রতিনিয়ত শত শত লোক মলমূত্র ত্যাগ করছে। হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. হাছান জানান, মলমূত্র ত্যাগ না করার জন্য ঘেরা দিয়ে রাখা হলেও তা সম্ভব হয়নি। তিনি জানান, টয়লেট সংকটের কারণে মানুষ বাধ্য হয়ে এখানে মলমূত্র ত্যাগ করছে। যেকারণে একটি স্বাস্থ্যকর স্থান অস্বাস্থ্যকরে পরিণত হয়েছে। পরিবেশবাদী সংগঠনের সদস্য নূর মুহাম্মদ সিকদার জানান, ২০১২ সালে উপজেলা পরিষদে তদবির করে উপস্বাস্থ্য এলাকায় একটি টয়লেটের ব্যবস্থা করা হলেও পানির অভাবে তা ব্যবহৃত হচ্ছে না। এব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা ইকবাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সদর এলাকায় টয়লেট স্থাপনের ব্যাপারে কেউ কোনদিন আবেদন করেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লো বিশ্বাস জানান, তিনি সবেমাত্র যোগদান করেছেন, তবে জনস্বাস্থ্যের সমস্যা নিয়ে আগামী সমন্বয় সভায় উত্থাপনের আশ্বস্ত করেন।


শেয়ার করুন