উখিয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাংবাদিকদের তথ্য দেয় না

অনিয়মশফিক আজাদ, উখিয়া প্রতিনিধি ॥

উপজেলার একটি গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্বরত থাকা সত্ত্বেও মাধ্যমিক শিক্ষা স্তরের কোন প্রকার তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রায়হানুল ইসলাম মিয়া। উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়া সাংবাদিকদের অভিযোগ ইতিপূর্বে উপজেলা নির্বাচন অফিসে ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা দায়িত্বপালনকালীন সময়ে নির্বাচনের কোন প্রকার তথ্য সাংবাদিকদের দেয়নি ওই কর্মকর্তা। যার ফলে সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে। বর্তমানে সারাদেশ ব্যাপী চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীর উপস্থিতির ও অনুপস্থিতির সংখ্যা জানতে চাইলে ওই কর্মকর্তা উখিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক শফিক আজাদকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সাথে যোগাযোগ করতে বলে সংযোগ কেটে দেন। ইতিপূর্বেও উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল তার নিকট এসএসসি ফরম পূরণের অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে জানতে চাইলে তিনি কোন প্রকার তথ্য না দিয়ে সংযোগ কেটে দেন। এভাবে সাংবাদিকরা তার কাছে বার বার তথ্য চেয়ে ব্যর্থ হওয়ার কারণে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে প্রচন্ড ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে।


শেয়ার করুন