ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে

উখিয়া ছাত্রলীগের মিছিল ও সমাবেশ

indexপ্রেস বিজ্ঞপ্তি : 

বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার সরকারী কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম মোস্তাকের উপর স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের পরিকল্পিত হামলার প্রতিবাদে শুক্রবার বিকাল ৪টায় উখিয়া ষ্টেশন চত্বরে বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমান ও সাধারণ সম্পাদক মকবুল হোসাইন মিথুনের নেতৃত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। আয়োজিত প্রতিবাদ মিছিলটি উখিয়া সদর ষ্টেশন প্রদক্ষিণ করার পর উখিয়া থানার সম্মূখে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতি ছৈয়দ মোহাম্মদ নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, জামায়াত-শিবির দেশ বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশের ইতিহাসের অংশীদার ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার পায়ঁতারা চালাচ্ছে। এ সময় জামায়াত-শিবিরের এ ষড়যন্ত্র প্রতিহত করার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের রাজপথে থেকে সজাগ থাকার আহবান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা ও উখিয়া তাঁতীলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন কবির, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের উপ-তথ্য ও প্রয্ুিক্ত সম্পাদক বেলাল আহমেদ, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আলমগীর আলম নিশা প্রমূখ। এ সময় রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও তাঁতীলীগের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক কাজী জাফর আলম ভুলু, উখিয়া উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল আলম, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক হেলাল উদ্দিনসহ উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ, নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল কলেজ ছাত্রলীগ, রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগ, পালংখালী ইউনিয়ন ছাত্রলীগ, রতœাপালং ইউনিয়ন ছাত্রলীগ, হলদিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগ, জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগ, উখিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ, কুতুপালং উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ, পালং আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রলীগসহ উখিয়া উপজেলা ছাত্রলীগের আওতাধীন সকল ইউনিটের বিপুল সংখ্যক ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন