উখিয়া কলেজে শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Ukhiya College Student Protest 16.11.2015প্রেস বিজ্ঞপ্তি:
অতিরিক্ত ফি ও অবাঞ্চিত জরিমানা ফি জোর পূর্বক ভাবে কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আদায়ের প্রতিবাদে উখিয়ার সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন পূর্বক কলেজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গতকাল সোমবার। প্রসঙ্গত, দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা ও একাদশ শ্রেণির প্রথম সাময়িক পরীক্ষায় কলেজ প্রশাসন অযৌক্তিক ভাবে পরীক্ষার ফি ৫শ টাকা এবং প্রাক-নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কাছে তথা কথিত জরিমানার নামে ১হাজার টাকা ধার্য্য করার কারণে সাধারণ শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হলে তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবী আদায়ে সোচ্চার হয়। উখিয়া কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র সাইদুল আমিন টিপুর নেতৃত্বে আয়োজিত শান্তিপূর্ণ মিছিলোত্তর সমাবেশ থেকে তথাকথিত ফি সমূহ অনতিবিলম্বে প্রত্যাহারের দাবী জানান সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, তাদের দাবী মেনে নেওয়া না হলে ক্লাস, পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে। উল্লেখ্য যে, উখিয়া কলেজের অধিকাংশ শিক্ষার্থীরা মধ্যবিত্ত ও নি¤œ মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় তাদের পক্ষে অযৌক্তিক ফি পরিশোধ সম্ভবপর নয়। তাছাড়া উখিয়ার আরেক শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে সহনীয় পর্যায়ের ফি আদায় করা হলেও একই মানের উখিয়া কলেজে তা হচ্ছে না। শিক্ষার্থীদের এ দাবীর প্রতি সমর্থন জ্ঞাপন করে বাংলাদেশ ছাত্রলীগ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিথুন বলেন, সাধারণ শিক্ষার্থীদের এই দাবী অত্যন্ত যৌক্তিক এবং তাদের পাশে ছাত্রলীগ থাকবে। এ বিষয়ে জানতে চাইলে উখিয়া কলেজের অভিভাবক প্রতিনিধি রুহুল আমিন মেম্বার জানান, শিক্ষার্থীদের দাবী বিবেচনায় নিয়ে বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, অনার্স ২য় বর্ষের ছাত্র নুরুল আমিন আকাশ, আবু বক্কর, হাসান, খোরশেদ, উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র আনিসুল মোস্তফা আনিস, রহিম উল্লাহ, বোরহান আজিজ, মোহাম্মদ শাহিন, শেখ রাসেল, আবুল হাসান মুহিত, কাশেম আলি, মুর্তাজা, রিপন চাকমা, জাফর, হামিদ, ছাত্রীদের মধ্যে মাহিয়া, নারগিস, ফরিদা ইয়াছমিন, সুমি আক্তার, ডালিয়া আক্তার, উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র ইসহাক, আনসার, আশরাফ, ইমরান, আজাদ, ছাত্রীদের মধ্যে রোজিনা আক্তার, অনামিকা বড়ুয়া, রিংকু বড়–য়া, সাবেকুন নাহার, নারগিস প্রমূখ।


শেয়ার করুন