উখিয়ায় ৫ লাখ চিংড়ি পোনা অবমুক্ত, ৩০ লাখ টাকার জাল ধ্বংস

Ukhiya Pic 08-07-2015শফিক আজাদ, উখিয়া:
উখিয়া উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও পুলিশ মঙ্গলবার উখিয়ার উপকুলীয় এলাকায় অভিযান চালিয়ে ৫ লক্ষ চিংড়ি পোনা সহ পোনা সংরক্ষণের উপকরণ সামগ্রী এবং ৮০ কিলোমিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল উদ্ধার করেছে। গত ৭ জুলাই বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও হিল্লোল বিশ্বাসের নেতৃত্বে পুলিশ জালিয়াপালং ইউনিয়নের উপকুলীয় এলাকা ইনানী, ছোট ইনানী, সোনারপাড়া, মাঙ্গালাপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায়। উপজেলা প্রশাসনের ঝটিকা অভিযান উপলব্ধি করতে পেরে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল সহ বেশ কিছু মাছ ধরার নৌকা পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ সোনারপাড়া ও ঘাটঘর এলাকা থেকে প্রায় ৬ লক্ষাধিক চিংড়ি পোনা উদ্ধার করেছে। এ সময় প্রায় ৮০ কিলোমিটার কারেন্ট জাল সহ চিংড়ি পোনা সংরক্ষণ করার বিভিন্ন সামগ্রী সহ ৪০টি ড্রাম উদ্ধার করেছে। উপজেলা মৎস্য কর্মকর্তা কে.এম. শাহরিয়ার নজরুল জানান, উদ্ধার করা কারেন্ট জালগুলো তাৎক্ষণিকভাবে জনসমক্ষে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়েছে। পোনা সংরক্ষণের জন্য রাখা ৪০টি ড্রাম কেটে ব্যবহার অনুপযোগী করে সাগর উপকুল থেকে উদ্ধার করা ৫ লক্ষ চিংড়ি পোনা সাগরে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানান, উদ্ধার করা কারেন্ট জালের বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।


শেয়ার করুন