মানবপাচার মামলার চার্জশীটে বাদ দেওয়া হচ্ছে গড-ফাদারদের

উখিয়ায় মানবপাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালা

ec18150d-4ee4-455d-b4c9-068b3e4b5a61শফিক আজাদ, ষ্টাফ রিপোর্টার

মানবপাচার সংক্রান্ত সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণ বিষয়ক দিন ব্যাপী কর্মশালা বুধবার উখিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা গর্ভন্যান্স প্রজেক্ট যৌথ আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এ এফ এম আলাউদ্দিন খাঁন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছেনুয়ারা বেগম, উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাবেক সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, চেয়ারম্যান এম গফুর উদ্দিন, চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, উখিয়া ডিগ্রী কলেজে অধ্যক্ষ এম ফজলুল করিম, অধ্যাপক মোহাম্মদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম, উখিয়া প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ, ইমাম সমিতির সাধারণ সম্পাদক মৌলভী জাফর আলম, প্রভাষক জালাল উদ্দিন, কৃষকলীগ নেতা কাজী আক্তার উদ্দিন টুনু, প্রভাষক মুজিবুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, রুহুল আমিন খাঁন প্রমূখ। বক্তারা বলেন, সম্প্রতি মানবপাচার সংক্রান্ত দেশ ও আর্ন্তজাতিক মিডিয়ায় উখিয়ার উপকূলীয় সমুদ্র ট্রানজিট পয়েন্ট দিয়ে মানবপাচারের উদ্বেগজনক খবর চাওর হলে পুরো জাতির ভাবমূর্তি ক্ষুন্ন হয়। অবৈধ ভাবে সাগরপথ দিয়ে মালয়েশিয়ায় পাড়ি দিয়ে গিয়ে শতশত লোক সলিল সমাধি সহ গণ কবরে স্থান পাওয়ার খবর খুবই দুঃখজনক। আইনশৃংখলা বাহিনীর নিস্ক্রীয় ও রহস্যজনক ভূমিকার কারনে উখিয়ার সোনারপাড়া এবং সোনাইছড়িতে সী-পোর্ট ও এয়ারপোর্ট গড়ে উঠেছিল। শুধু তাই নয়, মানবপাচার মামলা চার্জশীট থেকে মানবপাচারকারী গড়ফাদারদেরকে বাদ দেওয়া হচ্ছে। তাহলে কি আমরা ধরে নিতে পারি মানবপাচার প্রতিরোধের পরিবর্তে, শষ্যের মধ্যে ভৃত ঢুকে পড়েছে।
প্রধান অতিথি উপ-সচিব এ এফ এম আলাউদ্দিন বলেন, মানবপাচার প্রতিরোধে সর্ব পেশার শ্রেণীর মানুষ এগিয়ে এসে কেবল সামাজিক আন্দোলন গড়ে তুললে তা সম্ভব।


শেয়ার করুন