উখিয়ায় ভোটার তালিকা রোহিঙ্গা, জনমনে ক্ষোভ

Rohingaশফিক আজাদ,উখিয়া

বর্তমান সরকার রোহিঙ্গা ভোটারের ব্যাপারে কড়াকড়ি আরোপ করলেও তা মানা হয়নি উখিয়ায়। অসাধু এক প্রভাবশালী ইউপি সদস্য ভূয়া সনদ দিয়ে জালিয়াতির মাধ্যমে এক রোহিঙ্গা পরিবারের ৩জন সহ ৪জন সদস্য ভোটার তালিকায় অর্ন্তভূক্ত করেছে বলে অভিযোগ উঠেছে। এসব রোহিঙ্গাদের আশ্রয় দানকারী রোহিঙ্গা বান্ধব ইউপি সদস্য ফজল কাদের ভুট্টো সহ ভোটার তালিকায় অর্ন্তভূক্ত রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় এলাকাবাসির পক্ষে জাহাঙ্গীর আলম বাদী হয়ে মহা পুলিশ পরিদর্শকের বরাবরে একটি অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, সরকার সীমান্ত দিয়ে এদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সে ব্যাপারে নির্বাচন কমিশন, পুলিশ,বিজিবি, গোয়ান্দা থেকে শুরু করে বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থাকে কঠোর নির্দেশ প্রদান করেন। কিন্তু অত্যান্ত দুঃখের সীমান্ত সংলগ্ন যেসব জনপ্রতিনিধি রয়েছেন তারা তা মানছেনা। যেমন উপজেলার পালংখালী ইউনিয়নের ২ওয়ার্ডের ইউপি সদস্য প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ফজল কাদের ভুট্টো একই পরিবারের ৩জন সহ মিয়নামারের ৪জন নাগরিককে ৫লাখ টাকার বিনিময়ে ভূয়া সনদ, জায়গা-জমির কাজ সৃজন করে কৌশলের মাধ্যমে ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করে। এরা হলেন-আবু তাহের পিতা-মোঃ হোছন, মাতা-রূপা বানু, ভোটার তালিকার ক্রমিক নং-৭২২, ভোটার আইডি নং-২২১৮৩০০০০২২২, ঠিকানা-ধামনখালী,পালংখালী,উখিয়া। আবু ছিদ্দিক, পিতা-মোঃ হোছন, মাতা-রূপা বানু, ভোটার তালিকার ক্রমিক নং-৭২৮, ভোটার আইডি নং-২২১৮৩০০০০২৩৫, ঠিকানা-বালুখালী,পালংখালী, উখিয়া। আবুল হাশেম,পিতা-মোঃ হোছন, মাতা-রূপা বানু, ভোটার তালিকার ক্রমিক নং-৭২৯, ভোটার আইডি নং-২২১৮৩০০০০২৩৭, বালুখালী,পালংখালী, উখিয়া। জসিম উদ্দিন, পিতা-মৃত-ইয়াকুব আলী, মাতা-দিলদার বেগম, ভোটার তালিকার ক্রমিক নং-৭৬৮, ভোটার আইডি নং-২২১৮৩০০০০৩১১, বালুখালী,পালংখালী, উখিয়া। এছাড়া ও উক্ত ইউপি সদস্যের বাড়ী সীমান্ত সংলগ্ন হওয়ায় বাংলাদেশের যাবতীয় গোপন তথ্য মিয়ানমারের বিজিপির নিকট পাচার করে থাকেন। তিনি বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই বালুখালী পানবাজারের অদূরে পিএফ জমির কবস্থানের জায়গা দখল করে নির্মাণ করেছে বিলাস বহুল বাড়ী। এব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, মিয়ানমারের নাগরিক কোন ভাবে এদেশে ভোটার হওয়ার যুক্তি-যুক্তিকতা নেই। সুতারাং যদি কোন প্রকার তথ্য উপাত্ত গোপন করে ভোটার হয়ে থাকে, তাহলে অবশ্যই অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ঠদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন