উখিয়ায় পৃথক অভিযানে ৪ হাজার ২৪০ পিস ইয়াবা উদ্ধার

pic 3উখিয়া প্রতিনিধি : কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোষ্টের দায়িত্বরত বিজিবি সদস্যরা গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ও রাত ৮ টার দিকে কক্সবাজারগামী  যাত্রী বাহী বাসে পৃথক পৃথক  তল্লাশি চালিয়ে ৪,২শ ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। বিজিবির নায়েব সুবেদার সেলিম রেজা  জানান, গ্রেফতার আতংকে সংশ্লিষ্ট ইয়াবা ব্যবসায়ী ইয়াবার প্যাকেট গুলো  অভিনব কায়দায় সিটের নিচে ফেলে রেখেছে। বিজিবি তল্লাশি চালিয়ে যাত্রী বাহী গাড়ী থেকে  ওই প্যাকেট গুলো  উদ্ধার করা হয় এবং উদ্ধারকৃত ইয়াবার সাথে জড়িতদের খুঝে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। সূত্রে জানা গেছে, ওই ইয়াবার অন্যতম গডফাদার উখিয়া ইয়াবা সিন্ডিকেটের মূল হোতা রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের নজির আহম্মদ সাওদাগরের মেজ ছেলে বাবু প্রকাশ ইয়াবা বাবুইয়ার বলে জানা গেছে। সে দীর্ঘ দিন ধরে স্থানীয় পুলিশ, বিজিবি ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন র‌্যাব এর চোঁখকে ফাকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ ইয়াবা পাচার করে স্থানীয় যুব ও ছাত্র সমাজকে  ইয়াবা বাবু বর্তমানে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছে পরিণত হয়ে কোটি পতির খাতায় নাম লিখিয়ে ওই অবৈধ কালো টাকার গরমে সে এলাকার নীরহ লোকজনদেরকে ব্যাপক অত্যাচার ও নির্যাতন চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে।


শেয়ার করুন