উখিয়ায় ছাত্রলীগের কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের দৌড়ঝাঁপ

BCLশফিক আজাদ, উখিয়া:

রাজনৈতিক অঙ্গনে জেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের জন্মভূমি উখিয়ার বহুল আলোচিত ও দীর্ঘ প্রতিক্ষীত উপজেলা ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। দু’টি প্যানেলের সভাপতি-সম্পাদক পদে বিজয়ী হওয়ার জন্য প্রার্থীরা নির্ঘুম রাত কাটাচ্ছে। তৃণমূল পর্যাযের কাউন্সিলারদের সন্তেুাষ্টি লাভের জন্য আদর আপ্যায়নের কোন কমতি নাই। কেন্দ্র ও জেলা নেতৃবৃন্দের নিদের্শ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন সম্পন্ন করতে হবে। উপজেলা ছাত্রলীগের কমিটি সূত্রে জানা গেছে, তারা ইতিমধ্যেই ৪৫টি ওয়ার্ডের মধ্যে ৪০টি ওয়ার্ডের কাউন্সিল ও সম্মেলন আগেই সম্পন্ন করা রয়েছে। যেকারণে আগামী ১০ই ফেব্র“য়ারী কাউন্সিল সম্পন্ন করতে আর কোন বাঁধা রইল না। উপজেলা কমিটির ৫১ জন, ৫ ইউনিয়নের ৫০ জন, বিশ্ববিদ্যালয় কলেজের ১০ জন ও স্কুল মাদ্রাসার ৫০ জন সহ ১৬১ জন কাউন্সিলার সম্মেলনে সমর্থন বা ভোট প্রয়োগ করতে পারবেন। তবে ক্ষেত্র বিশেষে কাউন্সিলার তালিকা আরো বর্ধিত করা যেতে পারে বলেও নেতৃবৃন্দরা জানিয়েছেন। সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় সাবেক জেলা ছাত্রলীগ নেতা, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ তার বক্তব্যে বলেন, জেলার রাজনৈতিক অঙ্গনে শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের শহর উখিয়া উপজেলা ছাত্রলীগের তৃণমূল পর্যায় থেকে শুরু করে শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের আচার আচারণসহ চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে সমালোচনার করার কোন অবকাশ নাই। বিগত ৬/৭ বছরের একাধারে নেতৃত্বদানকারী সরওয়ার-নোমান কমিটি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ক্ষমতার অপব্যবহার সহ যেকোন অপকর্মের বাইরে থেকে এ কমিটি যে ধৈর্য্য, সৎ ও নিষ্ঠাবানের পরিচয় দিয়েছে তা অক্ষুন্ন রেখে আগামী কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করতে হবে। উখিয়া মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক জেলা ছাত্রলীগ নেতা ওহিদুল হক চৌধুরী, সাবেক জেলা যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রুবেল, সাবেক ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইসমাঈল সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিল্টন, জেলা ছাত্রলীগ নেতা ওয়াজেদ আলী মুরাদ, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়াহিদুর রহমান রুবেল, উপ-আপ্যায়ন সম্পাদক মোশারফ হোসেন বারেক, যুবলীগ নেতা এড. এটিএম রশিদ, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আশরাফুল ইসলাম হিরু, মিজানুর রহমান, নাসির উদ্দিন সিকদার, হুমায়ুন কবির চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবছার কামাল পাশা, ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান খোকন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইয়াছির আরমান প্রমুখ। উপজেলা ছাত্রলীগের সভাপতি সরওয়ার কামাল পাশা ও সাধারণ সম্পাদক ছৈয়দ মোহ্ম্মাদ নোমান জানান, আগামী ১০ ফেব্র“য়ারী সকাল ১১ টায় উখিয়া প্রাথমিক বিদ্যালয় ময়দানে ১ম অধিবেশন ও মহিলা কলেজ মিলনায়তনে ২য় অধিবেশনে কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করা হবে। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


শেয়ার করুন