শাহীন হত্যার বিচারের দাবীতে

উখিয়ায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

03প্রেস বিজ্ঞপ্তি

সন্ত্রাসী হামলায় নিহত উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মামুন শাহীন হত্যার বিচারের দাবীতে আবারো রাজপথে আন্দোলনে নেমেছে উখিয়ার ছাত্র জনতা। সোমবার বিকেলে শাহীন হত্যাকান্ডের মুলহোতা সরোয়ার মেম্বার জনপ্রকাশ্যে ফেরায় ও শাহীনের বিচারের দাবীতে ছাপানো ব্যানার পোস্টার ছিড়ে ফেলায় উখিয়া উপজেলা ছাত্রলীগ ও উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে ছাত্র জনতার এক বিশাল প্রতিবাদ মিছিল উখিয়া শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে উখিয়া স্টেশন প্রদক্ষিণ করে। মিছিল শেষে উখিয়া স্টেশনে সড়ক অবরোধ করা হয়।
এসময় আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা তীব্র থেকে তীব্রতর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করে বলেন, শাহীন হত্যাকান্ডের খুনীদের গ্রেফতারে প্রশাসন এখনো নিরব, দ্রুত খুনিদের আইনের আওতায় আনা না হলে আরো তীব্রতর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এসময় বক্তব্য রাখেন, শাহীনের মামা তাতীলীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাফর আলম ভুলু, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মকবুল হোসাইন মিথুন, তাতীলীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুবলীগের প্রচার সম্পাদক বশির আজাদ, সমাজ কল্যাণ সম্পাদক তৌহিদুল আলম, ব্যবসায়ী আবু তাহের আবু, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক আলমগীর আলম নিসা, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহবায়ক সাইদুল আমিন টিপু, যুগ্ন আহবায়ক আনিসুল মোস্তাফা, উখিয়া টেকনিক্যাল কলেজ ছাত্রলীগের আহবায়ক লুৎফুর রহমান, যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, উখিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নাসির, সাধারণ সম্পাদক ইসহাক প্রমুখ। পুর্ব ঘোষিত এই কর্মসুচিতে উখিয়া উপজেলা ছাত্রলীগ,উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ, টেকনিক্যাল কলেজ ছাত্রলীগ, রাজাপালং, পালংখালী, জালিয়াপালং, হলদিয়াপালং, রতœাপালং ইউনিয়ন ছাত্রলীগ, উখিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ,বালুখালী উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ সহ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেয়।


শেয়ার করুন