উখিয়ায় কাঁচা বাজারের উত্তাপ অপরিবর্তিত

aqszx122শফিক আজাদ, উখিয়া :

পণ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে হাট-বাজার মনিটরিং এর কোন ব্যবস্থা না থাকায় উখিয়ায় নিত্যপণ্য ও সবজি ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। ভারী বর্ষণের অজুহাত তুলে বাড়িয়ে দেওয়া শাকসবজির দাম আর কমানো হয়নি। উপরুন্ত বাজারে প্রচুর শাকসবজি মজুদ থাকা স্বত্ত্বেও ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে নেওয়ার কারণে নিু ও মধ্যবিত্ত শ্রেণির পরিবারগুলোর জীবন জীবিকা নাবিশ্বাসে উঠেছে।
হাট-বাজার ঘুরে স্থানীয় সবজি ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, এখানে আলু ছাড়া সব ধরনের সবজি বিক্রি হচ্ছে ৫০ টাকার উপরে। সবজি ব্যবসায়ী নুরুল আলম জানায়, সরবরাহ কমে যাওয়ায় প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে। অথচ এক সপ্তাহ আগেও ৫০ টাকা কেজি দরে করলা বিক্রি হয়েছে। এভাবে পটল কেজি প্রতি ৬০ টাকা, টমেটো ১৫০ টাকা, ঢেড়শ ৮০ টাকা, কাঁচা কলা হালি প্রতি ৬০ টাকা, চিচিংগা ৬৫ টাকা, বরবটি ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, তিত করলা ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরা সবজি বিক্রেতা মনজুর আলম জানায়, বন্যার কারণে সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় আড়তদার ব্যবসায়ীরা সবজির দাম আগের তুলনায় বাড়িয়ে নিচ্ছে। যে কারণে স্থানীয় হাট-বাজারগুলোতে সবজির কড়া মূল্য অপরিবর্তিত রয়েছে। ক্রেতারা জানান, তরি-তরকারির তুলনায় মাছের দাম স্বাভাবিক রয়েছে। পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে গরু সরবরাহ বৃদ্ধি পেলেও মাংসের দাম কমেনি। এখানে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৪শত টাকা ও খাসি সাড়ে ৪শ টাকা দরে বিক্রি হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইন উদ্দিন জানান, অচিরেই বাজার দর নিয়ন্ত্রণে রাখার জন্য হাট-বাজার মনিটরিং ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন