উখিয়ায় অবৈধ আধা পাকা স্থাপনা উচ্ছেদ

eeeeস্টাফ রিপোর্টার, উখিয়া

উখিয়ার রাজাপালং ইউনিয়নের টিএন্ডটি এলাকার সামাজিক বনায়ন দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনকর্মীরা। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে এ উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে শত শত উৎসুক গ্রামবাসী প্রত্যক্ষ করে বনকর্মীদের সহযোগীতা করতে দেখা গেছে। জানা গেছে, ২০০৯-১০ অর্থ বছরে বরাদ্দকৃত সামাজিক বনায়নের বিপুল পরিমাণ জমি দখল করে মোঃ ইলিয়াছ বাদল নামের এক ব্যক্তি অবৈধভাবে পাকা স্থাপনা গড়ে তুলে। এ নিয়ে এলাকাবাসী প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করলে কক্সবাজার বন বিভাগের স্পেশাল বনকর্মী ও বিভিন্ন বনবিট থেকে সংগৃহীত বনকর্মীদের যৌথ অভিযানে, থাইংখালী বন বিট কর্মকর্তা আব্দুল মান্নান, উখিয়া সদর বনবিট কর্মকর্তা মোজাহেরুল ইসলামের নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক বনকর্মী ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে উক্ত আধা পাকা স্থাপনা উচ্ছেদ করে। উচ্ছেদ অভিযান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উখিয়া সদর বনবিট কর্মকর্তা মোজাহেরুল ইসলাম বলেন, ভবিষ্যতে এ ধরনের অবৈধ স্থাপনা গড়ে তোলা হলে বনকর্মীরা তা উচ্ছেদ করে দেবে।


শেয়ার করুন