উখিয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ী সর্বশান্ত

images (2)শফিক আজাদ, উখিয়া:
কোরবানির ঈদ বাজারকে সামনে রেখে উখিয়ায় অজ্ঞান পার্টির তৎপরতা বেড়েছে। পকেটমার, ছিছকে চোর ও ছিনতাইকারীর পাশাপাশি হঠাৎ করে অজ্ঞান পার্টির উপস্থিতি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে চরম আতংক। গতকাল বুধবার দুপুরে এক ব্যবসায়ীকে অজ্ঞান করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী ছৈয়দ আলম জানান, রাজাপালং ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের ব্যবসায়ী বেলাল উদ্দিন তার দোকানের ক্রয়ের জন্য গতকাল বুধবার দুপুরে সী-লাইন সার্ভিসের গাড়িতে করে কক্সবাজার যাচ্ছিলেন। এ সময় একই সিটে তার পাশে বসা একজন অজ্ঞাতনামা লোক তার সাথে আলাপ পরিচয়ের মাধ্যমে ঘনিষ্ট হয়ে উঠে। পরবর্তীতে ওই অজ্ঞান পার্টির সদস্য তাকে একটি টিস্যু পেপার দিতে দেখা গেছে। কক্সবাজার বাস টার্মিনালে অন্যান্য যাত্রীরা নেমে পড়লেও বেলাল উদ্দিন অঘোর ঘুমে অচেতন দেখতে পেয়ে তাকে নাড়াচড়া করার চেষ্টা করে অজ্ঞান হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নিকটাত্মীয়রা জানান, বেলাল উদ্দিনের কাছে ৩০ হাজার টাকা ও একটি দামী মোবাইল সেট ছিল। যা এখন পাওয়া যাচ্ছে না।


শেয়ার করুন