উখিয়ার পরিবেশ, বন ও সড়ক রক্ষার দাবীতে মানববন্ধন

47c4b695-4297-408c-9d4f-c0260222afddশফিক আজাদ, উখিয়া
উখিয়া উপজেলার হলদিয়াপালংয়ের পাগলির বিল সড়কে ইট ভাটা ও ভারী যানবাহন চলাচল বন্ধের দাবীতে পাগলির বিল উন্নয়ন ও পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে এক বিশাল মানববন্ধনোত্তর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মরিচ্যা-পাগলির বিল সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট অন্যদিকে স্থানীয় সরকারের বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থের অপচয় ঘটছে। শুধু তাই নয় ইট ভাটা গুলোত নির্বিচারে কাঠ পুরানোর কারনে বনাঞ্চল বৃক্ষ শূন্য হয়ে পড়েছে।
জানা গেছে, পাগলির বিল গ্রামে মেসার্স জি.এস.এম ব্রিকস্ নামক ইট ভাটার মাটি ও ইট পরিবহনের সময় বড় বড় ট্রাক ও পিকআপ এলাকার গ্রামীণ ও আঞ্চলিক সড়কগুলোতে চলাচল করে। বেপরোয়া ভাবে ইট ভাটার গাড়ী চলাচল করায় মরিচ্যা-পাগলিরবিল সড়কের বিভিন্ন স্থানে খানা-খন্দক সৃষ্টি হয়েছে। যার ফলে এলাকার সাধারণ মানুষের যাতায়াতে চরম ভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল জি.এস.এম ব্রিকস্ এর স্বত্বাধিকারী ছৈয়দ উল্লাহর কাছে একাধিকবার মৌখিক ভাবে অভিযোগ করলেও সে ক্ষমতার প্রভাব দেখিয়ে এলাকার মানুষের কথা তোয়াক্কা না করে ইচ্ছামতো তার এহেন হীন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তার এহেন হীন কর্মকান্ড বন্ধের দাবীতে গতকাল বৃহস্পতিবার পাগলির বিল উন্নয়ন ও পরিবেশ রক্ষা কমিটি মানববন্ধনোত্তর এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছে। উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পাগলির বিল উন্নয়ন ও পরিবেশ রক্ষা কমিটির আহবায়ক মোহাম্মদ আবছার উদ্দিন শান্ত, মিজবাহ আজাদ, হাজী আবুল কাশেম, আবুল কালাম, সাইফুল উল্লাহ চৌধুরী, সাজ্জাত হোসেন সাজু, রিদুয়ান কাদেরসহ এলাকার সচেতন জনগণ। প্রতিবাদ সভায় বক্তরা বলেন, বর্তমান সরকার পরিবেশ বান্ধব সরকার। এ সরকার দেশের জীব বৈচিত্র রক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষায় বদ্ধ পরিকর। অথচ জি.এস.এম ব্রিকস্ এর স্বত্বাধিকারী ছৈয়দ উল্লাহ পরিবেশকে হুমকির মূখে ঠেলে দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। পাগলির বিল সড়কে ইট ভাটার ডাম্পার গাড়ী বেপরোয়া ভাবে চলাচল করায় স্কুল-কলেজগামী ছাত্র/ছাত্রীরা যাতায়াতে দূর্ঘটনার সম্মুখিন হচ্ছে এবং এলাকাসীকেও চলাচলের সময় হিমশিম খেতে হচ্ছে। বক্তারা আরও বলেন, উক্ত ইট ভাটা বন্ধের দাবীতে উখিয়া উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করা হবে। বক্তারা বিষয়টি সরজমিন তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করার জন্য উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের সু-দৃষ্টি আর্কষন করেছেন গ্রামবাসী।


শেয়ার করুন