উখিয়ার অপহৃত যুবক মহেশখালী থেকে উদ্ধার

uমহেশখালী প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া থেকে অপরহরণের শিকার মো: রাসেল উদ্দিন(২৯) কে র্দীঘ পাচঁ দিন পর মহেশখালী উপজেলার পাহাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সে উকিয়া উপজেলার রাজারপালং ইউনিয়নের বাসিন্দা নুরুল আজিজ এর ছেলে। চলতি মাসের ৯ ফেব্রুয়ারি বাড়ী থকে বের হয়ে আর ফিরে না আসার কারনের- আত্নীয় স্বজনেরা সম্ভাব্য স্থানে বহু খোঁজা খুজি করে, না পেয়ে এক প্রকার হতাশায় ভোগছিল। হঠাৎ মোবাইলের মাধ্যমে রাসেলের বাড়ীর লোকজনের কাছ থেকে মুক্তি পন আদায়ের চেষ্টা করলে অপহরণকারীরা। তখন ওই মোবাইল নাম্বারটি মোবাইল ট্রেকিং এর মাধ্যমে নাম্বার যাচাই করলে,তারা জানতে পারে যে মহেশখালীতে নিয়ে আসা হয়েছে রাসেল কে। তখন রাসেলের চাচাত ভাই হেলাল উদ্দীন বাদী হয়ে মহেশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিত্বে মহেশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত ওসি দিদারুল ফেরদৌস সঙ্গীয় ফোর্সসহ ১৩ ফেব্রুয়ারি ভোর রাত্রে মহেশখালী উপজেলার হোয়ানকের কালাগাজী পাড়া পাহাড়ী এলাকার সন্ত্রাসীদের আস্তানা থেকে অভিযান চালিয়ে মো: রাসেল উদ্দিনকে উদ্ধার করতে সক্ষম হয়। তদন্ত ওসি দিদারুল ফেরদৌস জানান,এঘটনায় স্থানীয় একটি বিকাশ এর দোকানে লেনদেন হওয়ার খবরে ওই বিকাশ নাম্বার এর দোকানদারকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে আসে পুলিশ। ১লক্ষ ৮০হাজার টাকা মুক্তি পনের লেনদেন হওয়ার আগমুহুর্তে পুলিশ নিখোঁজ রাসেলকে উদ্ধার করতে সক্ষম হয়।
এবিষয়ে মহেশখালী থানার অফির্সার ইনচার্জ ওসি বাবুল চন্দ্র বনিক জানান নিখোঁজ রাসেল কে পাহাড়ী গভীর অরণ্যে থেকে উদ্ধার করা হয়েছে এবং এঘটনায় নিখোঁজ থেকে উদ্ধার হওয়া রাসেলের চাচা হেলাল উদ্দীন বাদী হয়ে ৬জনকে আসামী করে অপহরণ মামলা রুজু করা হয়েছে মহেশখালী থানায়। অপহরণকারীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন