ঈদে সরকারি ছুটি ৯ দিন, প্রস্তুত পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা

DSC_0313এস এম আরোজ ফারুক : প্রতিবছর ঈদ মানেই একটি লম্বা ছুটি। আর এ ছুটিকে কেন্দ্র করে প্রতিবারই পর্যটন রাজধানী কক্সবাজারে সমাবেশ হয় লাখ লাখ পর্যটকের। অন্যবারের মতো এবারও ঈদের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় হবে এমন আশা করছেন সংশিষ্ট ব্যবসায়ীরা। তবে এবারে ঈদে ৯ দিনের লম্বা ছটির কারনে ভিন্নমাত্রা যোগ হচ্ছে। প্রতি বছর ঈদের ৪/৫ দিন সরকারি ছুটি হলেও আগামি ঈদে সরকারি ছুটি ৯ দিনের। সরেজমিন দেখা গেছে, পর্যটন এলাকাসমূহের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সাজানো হচ্ছে নানা আকর্ষণীয় সাজে। হোটেল-মোটেলে পরিবর্তন করা হচ্ছে পুরনো জিনিসপত্র। দেওয়ালের পুরনো আস্তর তুলে লাগানো হচ্ছে প্লাস্টিক পেইন্ট কিংবা ডিসটেমপার। রেস্তোরাসমূহেও চলছে ধোয়ামুছা ও রঙ লাগানোর প্রতিযোগিতা। প্রশাসনের পক্ষে সার্বিক নিরাপত্তা প্রদান প্রস্তুতি নেয়া হয়েছে। বিভিন্ন হোটেল মোটেলেও অগ্রীম বুকিং চলছে। যার


শেয়ার করুন