ঈদের ছুটিতে কোথায় বেড়াবেন

2015_09_21_13_48_56_gD2iWEFJT0d87rRanjiOoaYaYdw5qS_originalলাইফস্টাইল ডেস্ক: 
নাগরিক জীবনের ব্যস্ততা আর কাজের চাপে আপনি খুব বিরক্ত। এই একঘেয়েমি কাটানোর সুযোগ এনে দেয় ঈদের লম্বা ছুটি। কারণ, বছরের অন্যান্য সময় কম বেশি ছুটি পেলেও একটানা বেশ কয়েকদিন ছুটি মেলে কেবল ঈদে। তাই পরিবার, আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবদের সঙ্গে দূরে কোথাও বেড়াতে যাওয়ার এটাই উপযুক্ত সময়। ঈদের ছুটিতে যে জায়গাগুলোতে ঘুরে আসতে পারেন-

কক্সবাজার

সমুদ্র যাদের প্রিয় ঈদের ছুটিতে তারা ঘুরে আসতে পারেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। এখানে নীল জলরাশি আপনাকে নিয়ে যাবে কল্পনার রাজ্যে। সমুদ্রের ফেনিল সৌন্দর্য মনোমুগ্ধকর আবহাওয়া এনে দেবে। এ সময়টাতে সেখানে বৃষ্টিও উপভোগ করতে পারবেন। বর্ষার সময় সাগরের ঢেউগুলো থাকে বড়। তাই সমুদ্রে না নামাই ভালো, তবে নামতে চাইলে সাবধানতা অবলম্বন করুন। সমুদ্রের এই রূপ দেখতে ভিড়ও থাকে বেশি। তাই যাওয়ার পরিকল্পনা থাকলে থাকা-খাওয়া এবং যাতায়াতের ব্যাপারে এখন থেকেই ব্যবস্থা নিয়ে রাখতে পারেন।

রাঙামাটি

পাহাড়ে ঘেরা সুন্দর শহর রাঙামাটি। এখানে রয়েছে বিখ্যাত মনোমুগ্ধকর ঝুলন্ত ব্রীজ। উপজাতিদের জীবনবৈচিত্র্য, তাদের সংস্কৃতিও আপনাকে মুগ্ধ করবে। প্রকৃতির নীরবতা আর সরলতা আপনার মনে আনবে প্রশান্তি। মনে হবে চেনা শহরে অচেনা এক জগত আপনি খুঁজে পেয়েছেন।

বান্দরবন

দেশের আরেক পার্বত্যরূপের শহর বান্দরবন। এখানে আপনার দৃষ্টি কাড়বে শহরের ভেতরের চেয়ে বাইরে ছড়িয়ে থাকা পাহাড়গুলো। ভয়াল সৌন্দর্য্য দেখে মুগ্ধ হবেন আপনি। স্বর্ণমন্দির, নীলাচলের মতো বিখ্যাত সব জায়গা রয়েছে এখানে। বেশ কিছু উপজাতি পাড়াও রয়েছে এখানে। অ্যাডভেঞ্চার প্রেমিক যারা রয়েছেন ঘুরে আসতে পারেন বান্দরবন। কাছাকাছি রয়েছে নীলগিরি, ঘুরে আসতে পারেন সেখানেও।

খাগড়াছড়ি

বেড়ানোর আরেক শহর খাগড়াছড়ি। এখানে রয়েছে আকাশ পাহাড়ের মিতালি। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে তাকে। এখানকার বিখ্যাত আলুটিলা ঝর্ণার কথা সবারই জানা। এছারাও শহরজুড়ে রয়েছে রূপসী সব ঝর্ণা।

সিলেট

বেড়ানোর শহর সিলেট। এখানে বেড়ানোর প্রধান আকর্ষণ চা বাগান। এছাড়া ও রয়েছে শাহজালাল (রহ.) এর মাজার। কাছাকাছি ঘোরার জায়গাগুলো হচ্ছে জাফলং, তামাবিল, শ্রীমঙ্গল। সিলেটের সব জায়গাতেই খুঁজে পাবেন নৈসর্গিক শোভা। চা বাগানের সবুজে ঘেরা বনের পথে হারিয়ে যাবেন আপনি। ছুটির পুরো সময়টা শেষ হয়ে এলেও দেখা শেষ হবেনা সিলেটের সৌন্দর্য্য।


শেয়ার করুন