ঈদগড়ে বাগানের উপকারভোগীদের দলিল বিতরণ

SAMSUNG CAMERA PICTURES

মুফিজুর রহমান, বাইশারী:

রামুর ঈদগড়ে ২০১৪-১৫ সনের বাফারজোন বাগানের উপকারভোগীদের মাঝে দলিল বিতরণ উপলক্ষ্যে কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ হোসেনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর (শনিবার) ১১ টায় ঈদগড় ইউনিয়ন পরিষদে বাইশারী, তুলাতলি, ঈদগড় বিটের আওতাধীন উপকারভোগীদের হাতে এ সব দলিল পত্রাদি তুলে দেওয়া হয়।
ঈদগড় বিট কর্মকর্তা এমদাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো। বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ কর্মকর্তা শেখর বাবু চৌধুরী, ঈদগড় তুলাতলি বিট কর্মকর্তা জহিরুল ইসলাম, ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদের সভাপতি কামাল উদ্দিন শিশির, ঈদগড় ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও উপকারভোগী কমিটির সভাপতি মোঃ শাহ্জাহান, মৌলানা আব্দুর রহিম প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক নুরুল আজিম প্রকাশ মাইজ্জ্যা, উপকারভোগী দেলোয়ার হোসেন, হেডম্যান আতর আলী প্রমুখ।
এ সময় প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা উপস্থিত উপকারভোগীদের সবাইকে সঠিক ভাবে বাগানের পরিচর্যা, রক্ষনাবেক্ষন সহ যাবতীয় কাজকর্ম সম্পাদনের উপর তাগিদ দেন এবং চুক্তি মোতাবেক বাগানের পরিচর্যা ও রক্ষনাবেক্ষন যারা করবে না তাদেরকে উপকারভোগীর তালিকা হতে বাদ দেওয়া হবে বলে জানান।


শেয়ার করুন