ঈদগড়ে জমি নিয়ে বিরোধ দিন দিন বাড়ছে

কামাল শিশির, ঈদগড়:
রামুর ঈদগড়ের সর্বত্রে দিনের পর দিন জমি নিয়ে বিরোধ ব্যাপক হারে বেড়েই চলেছে। এতে করে এলাকার এলাকায় সর্বত্রে এ চিত্র দেখা গেলেও বর্তমানে জমি নিয়ে বিরোধের ঘটনায় ব্যাপক তোলপাড় হচ্ছে ঈদগড় পশ্চিম পাড়া এলাকা, ঈদগড় কররিয়ামুরা ও ঈদগড় বড়বিল এলাকায়। এছাড়াও রয়েছে ঈদগড়ের লেইংগ্যাপাড়া, বৌঘাট, হাসনাকাটা, ছগিরাকাটা, ধুমছাকাটা সহ আরো বিভিন্ন এলাকায়। দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলতে থাকলেও নিস্পত্তির কোন প্রকার আশা-আকাংখা দেখছেনা ভূক্তভোগী লোকজন। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছে এলাকার সুশীল সমাজ থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণ। পাশাপাশি এসব সামাল দিতে গিয়ে প্রশাসনও নিয়মিত হিমশিম খাচ্ছে। কেননা এ জমি বিরোধের ঘটনায় থানা ও আদালতে দিনের পরদিন ব্যাপক মামলা হচ্ছে। এসব মামলা রুজু করছেন জমি নিয়ে বিরোধসৃষ্টিকারী দু’পক্ষের লোকজন। শুধু তা নয় এসব জমি বিরোধকে কেন্দ্র করে নারী নির্যাতন মামলা থেকে শুরু করে চাঁদাবাজী মামলা ও দায়ের করছেন। এর পরও থেমে নেই তাদের কার্যক্রম। মামলা রুজুর পর অনেক সময় দেখা যায়, দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষও হয়। এ ভাবে চলতে থাকলে হয়তো বা যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। ইতিপূর্বে জমি বিরোধকে কেন্দ্র করে ঈদগড় লেইংগ্যা পাড়া এলাকায় এবং ঈদগড় হাসনাকাটা এলাকায় দু’পক্ষের সংঘর্ষের মধ্যে দু’জন নিহতও হয়েছেন। জমি বিরোধের ঘটনা দিন দিন বাড়তে থাকলেও স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট মহলের নেই কোন প্রকার কার্যক্রম। ফলে দিন দিন জমি নিয়ে বিরোধ বেড়েই চলছে।


শেয়ার করুন