ঈদগাঁতে মেজনিন’র র‌্যালী ও মানববন্ধন

DSC04001সংবাদ বিজ্ঞপ্তি :

ঈদগাঁ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের উদ্যোগে ২৩ জুন বৃহস্পতিবার সকাল ১০.৩০ ঘটিকায় কক্সবাজার সদরের ঈদগাঁয় যৌন হয়রানি ও বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে র‌্যালী ও মানববন্ধন পালিত হয়।

মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট রবিউল ইসলামের পরিচালনায় র‌্যালী ও মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ঈদগাঁ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মেজনিন কমিউনিটি ওয়াচগ্রুপের সদস্য নুরজাহান বেগম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যৌন হয়রানি ও বাল্য বিবাহ দূরীকরণে প্রয়োজন নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। উক্ত র‌্যালী ও মানববন্ধনে উপস্থিত ছিলেন জুয়েলকান্তি ধর, মোরশেদুল আলম, রাজন আচার্য্য, সেক্টর স্পেশালিস্ট মাসুদ রানা, স্টুডেন্ট’স ওয়াচগ্রুপের সদস্য সহ শতাধিক শিক্ষার্থী। মানববন্ধন ও র‌্যালী থেকে কিশোর কিশোরীদের যেকোন ধরনের যৌন হয়রানি ও বাল্য বিবাহ প্রতিকার-প্রতিরোধে সামাজিক আন্দলোন গড়ে তোলার আহবান জানানো হয়।


শেয়ার করুন