ঈদগাঁও বাজারের যানজট নিরসন ও শৌচাগার স্থাপন করা হবে- সদর ইউএনও

আতিকুর রহমান মনিক:

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম ঈদগাঁও বাজারের বিরক্তিকর যানজট নিরসন এবং টমটম ষ্টেশন অপসারণ সহ বাজারের উন্নয়নে পর্যায়ক্রমে নানা পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। ইজারাদারের অনির্ধারিত টেক্স আদায় এবং দিনের বেলায় গাড়ি থেকে মালামাল লোডিং ও আনলোডিং বন্ধ করার ঘোষণা দিয়ে বলেন, এছাড়া বাজারবাসীদের সুবিধার্থে গণশৌচাগার স্থাপন সহ অস্থায়ী ও ভাসমান ব্যবসায়ীদের নির্ধারিত শেডে ঢোকানোর ব্যবস্থা নেয়া হবে। তিনি ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের নব গঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছিলেন। বাজারের বিরাজমান সমস্যা ও তা সমাধানে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে ইউএনও প্রধান অতিথি ছিলেন। শুরুতে ব্যবসায়ী নেতারা তাকে তাদের নির্ধারিত অফিসে ফুলেল শুভেচ্ছা জানান। বাজার কমিটির আহবায়ক নুরুল আমিন সওদাগরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ চেয়ারম্যান আমান উল্লাহ ফরাজী, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র আইসি মিনহাজ মাহমুদ ভূঁইয়া, ইসলামাবাদ আ.লীগ সভাপতি নুর ছিদ্দিক ও জেলা যুবলীগ সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির হিমু। বাজার পরিচালনা পরিষদ নেতৃবৃন্দের মধ্যে আলোচনায় অংশ নেন আলহাজ্ব জসিম উল্লাহ মিয়াজী, মো. শওকত আলম শওকত, বজল আহমদ, সেলিম মোর্শেদ ফরাজী, মুফিজুর রহমান মুফিজ, ছৈয়দ করিম প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্যবসায়ী পরিচালনা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম। ব্যবসায়ী নেতাদের মধ্যে ছিলেন সেলিম উল্লাহ জিহাদী, আলহাজ্ব আবদুচ ছালাম, ছব্বির আহমদ কোম্পানী, শাহনেওয়াজ মিন্টু, মোহাম্মদ রশিদ মেম্বার, মমতাজুল হক মদু, আবদুল হাকিম সওদাগর, কামাল উদ্দিন সওদাগর, তারেক আজিজ প্রমুখ। এছাড়াও ছিলেন স্থানীয় সাংবাদিক মো. রেজাউল করিম ও যুবলীগ নেতা ওসমান সরওয়ার ডিপো। অনুষ্ঠানে ব্যবসায়ীদের পক্ষ থেকে বাজারের অবকাঠামো উন্নয়ন ও বিনির্মাণে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করা হয়।


শেয়ার করুন