ঈদগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের জমিতে ভূমিগ্রাসীদের কু নজরঃ উদ্বেগ প্রকাশ

সেলিম উদ্দিন, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের জমির উপর কিছু ভূমিগ্রাসীর কু-নজর পড়েছে। জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় ভূঁয়া দলিলের মাধ্যমে বাঁধা দেয়া হচ্ছে নির্মাণ কাজে। বঙ্কিম বাজারস্থ মসজিদের মালিকানাধীন কোটি টাকা মূল্যের ঐ সম্পত্তি রার্থে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে। ২৪ জানুয়ারী সকালে মসজিদ অভ্যন্তরে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এক প্রতিবেদনে এ সহযোগিতা কামনা করা হয়। মসজিদের মতওয়াল্লী সাংবাদিক বদিউল আলমের সভাপতিত্বে এতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাও. জসিম উল্লাহ মিয়াজী। এজিএমে ২০১৪ সালের নিরীহ প্রতিবেদন দাখিল ও উপস্থাপন করেন নিরীা কমিটির সদস্য মুহিবুল্লাহ নেজামী। এছাড়া ২০১৫ সালের সম্ভাব্য সুষম উন্নয়ন বাজেট উপস্থাপন করেন কার্যকরী পরিষদ সাধারণ সম্পাদক। যাতে আয় ও ব্যয়ের পরিমাণ দেখানো হয় ৩৪ ল ৫৪ হাজার ২০০ টাকা। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া বার্ষিক এ অধিবেশনে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। এতে জানানো হয়, মুসল্লীদের সুবিধার্থে মসজিদ কর্তৃপ টাইলস্, নলকূপ স্থাপন, অজুখানা, পায়খানা ও প্রস্রাবখানা নির্মাণসহ মসজিদের সৌন্দর্য বর্ধন করা হয়েছে। বঙ্কিম বাজারে মসজিদের জমিতে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নিলে মাইজ পাড়ার সাবেক কাস্টম অফিসার কামাল আহমদ ভূঁয়া দলিল সৃজন করে স্বত্ত্ব দাবী ও নির্মাণ কাজে বাঁধার সৃষ্টি করছে। ঐ ব্যক্তি আদালতে কয়েকটি মামলা করায় মসজিদ আর্থিক তির সম্মূখীন হওয়ায় উপস্থিতরা উদ্ধেগ প্রকাশ করেন এ সভায়। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিপূল অংকের টাকা প্রয়োজন বিধায় মূল্যবান জমি সংরণে মুসল্লীসহ সর্বসাধারণের সহযোগিতা ও কামনা করা হয়। সাধারণ পরিষদ সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নেন খতিব হাফেজ জহিরুল ইসলাম, আবদুল ওয়াহেদ, লিয়াকত নুর চৌধুরী, মাষ্টার আমান উল্লাহ ফরাজী, অধ্য গোলাম মোস্তফা, আবদুচ সালাম বাবুল, আলহাজ্ব শফিউল ইসলাম, আমিনুর রশিদ, কামরুল হক চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, সেলিম উল্লাহ জিহাদী, শফিক আহমদ, মো. জাফর আলম, মো. শের আলী, মাহবুবুর রহমান প্রমূখ। উপস্থিত ছিলেন আলতাফুর রহমান, আবদুর রহিম, মনিরুজ্জামান, জামাল হোসেন, মাও. সিরাজুল হক, দিদারুল কামাল, মেম্বার সিরাজুল হক, নুুরুল আমিন, শাহজাহান চৌধুরী প্রমুখ।


শেয়ার করুন