ঈদগাঁওয়ে রোহিঙ্গাদের বিশাল বনভুমি দখল

দখলসেলিম উদ্দিন, ঈদগাঁও ::

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর ইসলামপুর ইউনিয়নে বিশাল বনভূমি দখল করে নিয়েছে অবৈধ রোহিঙ্গারা। বর্ণিত ইউনিয়নের হাজীপাড়া, ডুলাফকির মাজার এলাকা, বামনকাটা, জৌন্যাকাটা ও ধর্মছড়াসহ বিভিন্ন পাহাড়ি এলাকায় এক সময়ের গহীন বন-জঙ্গল এখন বার্মাইয়া বস্তিতে পরিণত হয়েছে।
এক তথ্যানুসন্ধানে জানা গেছে  বিগত নব্বই দশকে তৎকালীন বার্মার সামরিক সরকার রোহিঙ্গাদের বিতাড়নে ব্যাপক অভিযান শুরু করে। বার্মার আকিয়াব, আরকান ও মংডু প্রদেশসহ রেহিঙ্গা অধ্যুষিত এলাকার দমন-পীড়ন, হত্যা-গুম ও লুটুতরাজ থেকে বাঁচতে টেকনাফ সীমান্ত দিয়ে হাজার হাজার রোহিঙ্গা আশ্রয় নেয় ইসলামপুরের গহীন জঙ্গলে। সরকারী মূল্যবান বনভূমি দখল করে বসতি  গড়ে তোলে এসব রোহিঙ্গারা। এরপর মাত্র ৮/১০ বছরের  মধ্যেই কয়েক হাজার রোহিঙ্গা বসতঘর র্নিমানপূর্বক স্থায়ী বসতি  স্থাপন করে  এখানে। পাশ্ববর্তী ইসলামপুর শিল্প এলাকার বিভিন্ন কারখানায় দিনমজুরের কাজ নেয় অবৈধ বার্মাইয়ারা। অনেকে জড়িয়ে পড়ে চুরি-ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে। সংলগ্ন চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনে ডাকাতি, বৃহত্তর ঈদঁগাও’র বিভিন্ন স্থানে বসতবাড়ী ডাকাতিসহ রকমারী অপরাধে লিপ্ত রয়েছে রোহিঙ্গারা। পাশাপাশি এরা দখল করে নিয়েছে ইসলামপুর শিল্প এলাকার শ্রমবাজার। বসতবাড়ী নির্মান করে  স্থায়ী হওয়া, কাজকর্ম ও অপরাধের মাধ্যমে উপার্জনের সুযোগ পেয়ে বার্মা থেকে আরও আতœীয় স্বজনকে ইসলামপুরে নিয়ে আসে তারা । এভাবে ধীরে ধীরে বিশাল এলাকা চলে যায়  বার্মাইয়াদের দখলে। স্থানীয় কিছু জনপ্রতিনিধির ইন্ধনে প্রায় বার্মাইয়া এখন জাতীয় পরিচয়পত্র তৈরী ও ভোটার হয়ে গেছে এবং অনেকে বাংলাদেশী পাসপোর্ট নিয়ে বিদেশে পাড়ি দিয়েছে। ইসলামপুর এলাকা এখন নিয়ন্ত্রন করছে মূলত বার্মাইয়ার। এদের কারনে এলাকায় আইন শৃংখলা দিন দিন বিনষ্ট হচ্ছে। সচেতন মহল এসব বার্মইয়াদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।


শেয়ার করুন