ঈদগাঁও’র দেড় ডজন নৌকা প্রত্যাশী ঢাকায়

nouka

ঈদগাঁও প্রতিনিধি :

কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওর ৬ ইউনিয়নের প্রায় দেড় ডজন নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থীরা ঢাকায় অবস্থান করলেও ফলাফল এখনো শূন্যের কোটায় রয়েছে বলে শোনা যাচ্ছে। ৬ ইউনিয়নের প্রত্যন্ত গ্রামেগঞ্জে নৌকার সম্ভাব্য প্রার্থী হিসাবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ইতিপূর্বে পোস্টার, ফেস্টুন ও ব্যানারের প্রতিযোগিতায় নামতে দেখা গেছে। অথচ ঐসব প্রার্থীদেরকে ২ সপ্তাহ ধরে এলাকায় বিচরণ করতে দেখা যাচ্ছে না। তাদের মতে, নৌকার টিকেট পেলেই বিজয়ী দ্বারপ্রান্তে চলে যাবে। এমন আশায় দেড় ডজন প্রার্থী ঢাকায় অবস্থান করছেন। গত ২/৩দিন পূর্বে শোনা যাচ্ছিল নৌকার প্রার্থী ৩০ এপ্রিলের মধ্যে চূড়ান্ত হচ্ছে। ৩০ এপ্রিল পার হলে ২ মে কিংবা ৩ মে সর্বশেষ লোকমুখে শোনা যাচ্ছে ৬ মে’র মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী চূড়ান্ত হচ্ছে। এরই সুযোগে বিএনপির মনোনীত প্রার্থীরা ৬ ইউনিয়নে চষে বেড়াচ্ছে। অপরদিকে জামায়াত মনোনীত স্বতন্ত্র প্রার্থীরা নিরব থাকলেও মাত্র একটি ইউনিয়ন ইসলামপুরে প্রচার-প্রসারে এগিয়ে রয়েছেন শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোছাইন। এদিকে নৌকার টিকেট পেতে মরিয়া এমন প্রার্থীদের মোবাইলে যোগাযোগ করা হলে প্রতিজন প্রার্থীরাই নৌকার টিকেট পেতে শতভাগ বিশ্বাসী বলে জানিয়েছেন। বৃহত্তর ঈদগাঁওর ৬ ইউনিয়নের মধ্যে ঈদগাঁও সদর নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা নুরুল আজিম, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, সদর আওয়ামীলীগের সহ-সভাপতি হুমায়ুন তাহের, আওয়ামীলীগ নেতা ছৈয়দ আলম। জালালাবাদের সম্ভাব্য প্রার্থীরা হল ইউনিয়ন সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাশেদ, আওয়ামীলীগ নেতা নুরুল আলম, কৃষকলীগ নেতা ছব্বির আহমদ এম.এ ও আওয়ামীলীগ নেতা নুরুল মোস্তফা। ইসলামাবাদের নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থীরা হল বর্তমান চেয়ারম্যান নুরুল হক, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুর ছিদ্দিক, জেলা যুবলীগের সহ-ক্রীড়া সম্পাদক লুৎফর রহমান আজাদ ও যুবলীগ নেতা ইউপি সদস্য আবদুর রাজ্জাক। চৌফলদন্ডী ইউনিয়নের নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থীরা হল বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলম, সাবেক চেয়ারম্যান অধ্যাপক নুরুচ্ছবিহ, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ওয়াজ করিম বাবুল, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, নুরুল আলম। পোকখালী ইউনিয়নের নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থীরা হল বর্তমান চেয়ারম্যান মৌলভী ফরিদুল আলম, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোজাহের আহমদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শামসুল আলম মেম্বার ও মোহাম্মদ ফেরদৌস। ইসলামপুর ইউনিয়নের নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থীরা হল সাবেক চেয়ারম্যান মনজুর আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খাঁন। তবে এ ইউনিয়নে আওয়ামীলীগের একক প্রার্থী মনজুর আলমের নাম ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বাকী ৫ ইউনিয়নের দেড় ডজনাধিক নৌকা প্রতীকের অপেক্ষায় ঢাকায় অবস্থান করেছেন। স্থানীয় সচেতন মহলের মতে, নৌকার টিকেট যেন সোনার হরিণ। তা না হলে দেড় ডজন প্রার্থী কোমরে কাপড় বেঁধে কেন ২ সপ্তাহ যাবত ঢাকায় অবস্থান করছেন? বৃহত্তর ৬ ইউনিয়নের সরকারী দল আওয়ামীলীগ ও বিরোধী দল বিএনপির পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসাবে জামায়াত প্রার্থী দিলেই ভোটের হিসাব ৬ ইউনিয়নেই পাল্টে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।


শেয়ার করুন