ঈদগাঁওতে তিন চাকার যানবাহনের বিরুদ্ধে ফের অভিযান

downloadএম. আবু হেনা সাগর, ঈদগাঁও : 
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে তিন চাকার যানবাহনের বিরুদ্ধে ফের অভিযান শুরু হয়েছে। এ নিয়ে চালকদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
জানা যায়, ২৯ সেপ্টেম্বর দুপুর বেলা থেকে ঈদগাঁও বাসস্টেশনে এ অভিযান পরিচালনা করেন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র। একই দিন বিকেলে তদন্ত কেন্দ্রের ভেতরে টমটম গাড়ীর ভরপুর রয়েছে। এক টমটম চালক অসহায় কন্ঠে এ প্রতিনিধিকে – দুপুর বেলা সে এক জরুরী রোগীকে নিয়ে ভাড়ায় আসে তার গাড়ী। হঠাৎ করে পুলিশ কোন কথাবার্তা না বলে গাড়ীটি তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। তবে গাড়ীর বিষয়ে এক নেতা আসছেন বলে জানান। আবার এ রিপোর্ট লিখা পর্যন্ত বেশ কয়েকটি টমটম তদন্ত কেন্দ্রের হেফাজতে রয়েছে। অভিযান বিষয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ও অভিযান পরিচালনাকারী আমিরুল ইসলাম তিন চাকার যানবাহনের বিরুদ্ধে অভিযানের কথা নিশ্চিত করেন।
উল্লেখ্য যে, ঈদগাঁও বাজার ও বাসস্টেশনে সম্প্রতি তিন চাকার যানবাহন মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার কারনে প্রতিনিয়ত যানজটের নাকালে অতিষ্ট এলাকাবাসী। এদিকে সরকার সারা বাংলাদেশের বাইশটি মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার আলোকে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাসস্টেশনে ইতিপূর্বে তিন চাকার যানবাহনের বিরুদ্ধে কয়েকটি অভিযান পরিচালিত হয়। এসব অভিযান নিয়ে কারো স্বস্তি আবার কারো অস্বস্তি প্রকাশ করতে শোনা যাচ্ছে একের পর এক।


শেয়ার করুন