ঈদগাঁওতে কোরবাবাণী ঈদের আগে ফের সক্রিয় গরু চোর সিন্ডিকেট

edgao-ctnএম বজলুর রহমান, ঈদগাঁও:
কক্সবাজার সদর ঈদগাঁওতে কোরবাবানী ঈদকে সামনে রেখে গরু চোর সিন্ডিকেট চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে । প্রতি বছর কোরবাণী ঈদের সময় প্রতিটি  ইউনিয়নে চোরের উপদ্রব বেড়ে যায়।  বিশেষ করে ইউছুপের খীল, পাহাশিয়া খালী, সিকদার পাড়া, টেকপাড়া,  মাইজ পাড়া, ভাদি তলা, ফরাজি পাড়া, লরাবাগ, ঢালার দোয়ার,  যার কারণে গরুর মালিকদের ঘুম হারাম হয়ে যায়।

গরু মালিকদের রাত জেগে  গরু পাহারা দিতে হয়। ভূক্তভোগীরা জানান, গভীর রাতে মানুষ ঘুমিয়ে পড়া মাত্র কৌশলে স্থানীয় চিহ্নিত কিছু চোর সিন্ডিকেটদের সাথে আতাত করে ডেম্পার গাড়ি নিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করে। চিহ্নিত চোর গুলি আইনশৃংখলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও আইনি কৌশলে জেল থেকে ছাড়া পেয়ে পুনঃ চোরি করা শুরু করে।

উল্লেখ্য, চলতি বছরে ঈদগাঁওর বিভিন্ন ইউনিয়ন থেকে উল্লেখযোগ্য সংখ্যক গরু চোরি করে নিয়ে যায় গরু চোর সিন্ডিকেট। এ নিয়ে প্রশাসনের কর্তা ব্যক্তিরা একাধিকবার সভা সমাবেশ করলেও অদ্যবধি গরু চোরি এখনো বন্ধ হয়নি।


শেয়ার করুন