চেয়ারম্যান হাসান, ভাইস চেয়ারম্যান আবু আদনান, প্রধান নির্বাহী মামুন

ইয়েস-কক্সবাজার এর কার্যকরি পরিষদ গঠন

প্রেস বিজ্ঞপ্তি:
পরিবেশবাদী সংগঠন ইয়ুথ এনভায়রণমেন্ট সোসাইটি (ইয়েস) কক্সবাজার এর কার্যকরি পরিষদ গঠন করা হয়েছে। মোহাম্মদ হাসানকে চেয়ারম্যান, আবু আদনান প্রকাশ আদনান সাউদকে ভাইস চেয়ারম্যান ও ইব্রাহিম খলিল উল্লাহ মামুনকে প্রধান নির্বাহী করে ৭ সদস্যের এ পরিষদ গঠন করা হয়।

২১ মে (শনিবার) সকালে সংগঠনের সাধারণ সভা ও দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে সবার মতামতের ভিত্তিতে ২০২২ ও ২০২৩ সালের জন্য নতুন পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়। পরিষদের অন্যান্য কর্মকর্তারা হলেন ট্রেজারার মোস্তফা সরওয়ার, সদস্য যথাক্রমে সাওয়ার সাঈদ, মোহাম্মদ নুরুল কবির ও সুমাইয়া সিদ্দিকা।

ইয়ুথ এনভায়রণমেন্ট সোসাইটি (ইয়েস) কক্সবাজার ২০০৯ সাল থেকে কক্সবাজারের পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্য এবং বনজ সম্পদ রক্ষায় বিভিন্ন ভাবে কাজ করে আসছে। এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা, পাহাড় কাটা, নদী দখলও দূষণ, কৃষি জমি থেকে বালু উত্তোলন এবং ওয়ানটাইম প্লাস্টিক বন্ধ নিয়ে ইতোমধ্যে পরিবেশ আদালত ও হাইকোর্টে জনস্বার্থে ১০টি মামলা করেছে। এসব মামলায় আদালত থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে।


শেয়ার করুন