ইয়েমেনে হামলায় আরব জোটের ১৫ সেনা নিহত

121717_1সিটিএন ডেস্ক :

ইয়েমেনের এডেনে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোটের সৈন্যদের একাধিক অবস্থানের ওপর হামলায় অন্তত ১৫ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়াম।

সরকারের মুখপাত্র এবং স্থানীয়রা জানান, ইয়েমেনি কর্মকর্তাদের অবস্থানরত একটি হোটেল এবং এডেনে একটি উপসাগরীয় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহতের এ ঘটনা ঘটেছে।

গত জুলাইয়ে হুথি বিদ্রোহীদের কাছ থেকে এডেনের নিয়ন্ত্রণ নেয়ার পর এটিই ছিল সবচেয়ে বড় হামলার ঘটনা।

নিহতদের মধ্যে চারজন আমিরাতি এবং একজন সৌদি সেনা বলে জানিয়েছে ওয়াম।

বিলাসবহুল আল-কসর হোটেলটিতে ছিলেন ইয়েমেনি প্রধানমন্ত্রী এবং সব সরকারি মন্ত্রীরা। সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিল উপসাগরীয় বাহিনী।

ইয়েমেনে আমিরাতের ৪০০০ সৈন্য মোতায়েন রয়েছে।

এর আগে গত ৪ সেপ্টেম্বর ইয়েমেনের মারিব প্রদেশে একটি অস্ত্রাগারে মিসাইল হামলায় ৫২ আমিরাতি সেনা নিহত হয়। এ সময় ১০ সৌদি এবং ৫ বাইরাইনি সেনাও মারা যায়।

১৯৭১ সালে আমিরাত সেনাবাহিনী প্রতিষ্ঠার পর সেটি ছিল সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।

গত মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করে সৌদি আরব এবং তার আরব মিত্ররা।

সূত্র: আলজাজিরা


শেয়ার করুন